তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি হিসেবে ২১ জুলাই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ডেকেছে বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই কর্মসূচির ঠিক পরেই, ২২ জুলাই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে দিল্লিতে তলব করেছে বলে সূত্রের খবর। যদিও প্রকাশ্যে শুভেন্দু জানিয়েছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যেই তাঁর এই দিল্লি সফর।
শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ৯ অগস্ট কলকাতায় আয়োজিত হতে চলেছে নবান্ন অভিযান, যা আহ্বান করেছেন আরজি কর হাসপাতালের মৃত যুবতী চিকিৎসকের পিতা-মাতা। এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে পতাকা বিহীনভাবে। সেখানে থাকবেন শুভেন্দুসহ বিজেপি নেতা-কর্মীরা এবং একাধিক অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি।
এই বৃহৎ কর্মসূচিতে দূরদূরান্তের জেলা থেকে বহু মানুষ কলকাতায় আসতে পারেন, তাদের যাতায়াতের সুবিধার্থেই রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছেন শুভেন্দু। দিল্লি সফরে সেই সংক্রান্ত রেল পরিষেবা, বিশেষ ট্রেন অথবা রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আরজি কর চিকিৎসকের মৃত্যু এবং রাজ্যে নার্স ও মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা এবার সংগঠিত ভাবে রাজপথে নামছে বিজেপি-সহ বহু সংগঠন। তাই ৯ অগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে, যার একটি গুরুত্বপূর্ণ ধাপ শুভেন্দুর দিল্লি সফর।
আরও পড়ুন: ‘নবান্ন অভিযানে আপত্তি কোথায় থাকে?’ ২১ জুলাই সভা ঘিরে আদালতের পর্যবেক্ষণে সুর চড়ালেন মমতা