আকাশের মুখভার ছিলই, এবার ফের দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস। ২৩, ২৪ এবং ২৫ জুলাই—এই তিন দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের প্রভাব:
বঙ্গোপসাগরের উত্তরাংশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিক অভিমুখে অগ্রসর হচ্ছে। এই কারণে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ভূভাগীয় মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে, যার ফলেই লাগাতার বৃষ্টির সম্ভাবনা।
যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি:
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- হাওড়া
- হুগলি
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- কলকাতা
- বাঁকুড়া
- পুরুলিয়া
- বীরভূম ও মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের সতর্কতা:
- নিচু অঞ্চলে জল জমে যাওয়ার আশঙ্কা
- শহরের রাস্তাঘাটে যানজট, জনজীবন ব্যাহত হতে পারে
- নদী ও জলাশয় চত্বর থেকে দূরে থাকার পরামর্শ
- মাছ ধরতে না যাওয়ার অনুরোধ জেলেদের প্রতি
স্কুল-অফিসে প্রভাব পড়তে পারে:
কলকাতা-সহ শহরতলিতে অফিস সময়ে বৃষ্টি হলে ট্র্যাফিক সমস্যাও দেখা দিতে পারে। কিছু স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার ও বুধবার ছুটি ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।
দিনভিত্তিক সম্ভাব্য বৃষ্টি (আনুমানিক):
তারিখ | সম্ভাব্য অবস্থা |
২৩ জুলাই (মঙ্গলবার) | বিকেল থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি |
২৪ জুলাই (বুধবার) | সকালে কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি |
২৫ জুলাই (বৃহস্পতিবার) | দফায় দফায় বৃষ্টিপাত, কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ |