ঢাকার উত্তরা এলাকায় একটি স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ৫০ জন, যাঁদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৬ মিনিট নাগাদ আকাশে ওড়ে সেনার প্রশিক্ষণ বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের ঘনবসতিপূর্ণ উত্তরার একটি স্কুলের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও দমকল। শুরু হয় উদ্ধার অভিযান। আগুনে ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত ২০ জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) দুই কোম্পানিকে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত।
বাংলাদেশ বায়ুসেনার তরফে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কীভাবে প্রশিক্ষণ বিমানটি এমন জনবহুল এলাকায় ভেঙে পড়ল, তা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্ঘটনার সময় স্কুল চলছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই দুর্ঘটনায় গোটা বাংলাদেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।