কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দনের জীবনাবসান হল। তিরুঅনন্তপুরমের এক বেসরকারি হাসপাতালে সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই বাম নেতা।
১৯২৩ সালের ২০ অক্টোবর কেরলের আলেপ্পি জেলায় জন্ম ভিএস-এর। ১৯৪৬ সালে ব্রিটিশ আমলে পুন্নাপ্রা ভয়েলার আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির সূচনা। পরে অবিভক্ত কমিউনিস্ট পার্টির মাধ্যমে তিনি উঠে আসেন মালয়ালি বাম নেতৃত্বের প্রথম সারিতে।
১৯৬৪ সালে পার্টি বিভাজনের সময় সিপিএম-এ যোগ দিয়ে নতুন দলের প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য হন তিনি। রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ছিলেন দীর্ঘ ১৪ বছর কেরলের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০০৬ সালে, ছিলেন ২০১১ সাল পর্যন্ত।
কেরল বিধানসভায় বিধায়ক হিসেবে তাঁর কাজের রেকর্ডও অনন্য—৩৪ বছর সাত মাস ২১ দিন সদস্য ছিলেন তিনি, যা এখনও পর্যন্ত কেরলের সর্বকালীন রেকর্ড। মুখ্যমন্ত্রী থাকাকালীন শবরীমালা তীর্থক্ষেত্রে পদব্রজে যাওয়ায় বিতর্কও তৈরি হয়েছিল।
দলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে মতানৈক্য বহুবার প্রকাশ্যে এসেছিল। এমনকি পলিটব্যুরো থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ২০২১ সালে বয়স ও শারীরিক অবস্থার কথা জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে চিঠি লিখে রাজনীতি থেকে অব্যাহতি চান তিনি।
ভিএস অচ্যুতানন্দনের প্রয়াণে কেরল তথা ভারতের বামপন্থী রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটল।
আরও পড়ুন: প্রয়াত আজিজুল হক: থেমে গেল এক সংগ্রামী জীবনের পথচলা, নকশাল আন্দোলনের এক জীবন্ত ইতিহাসের অবসান