Homeখবররাজ্যশিশুদের সার্বিক উন্নয়নে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট...

শিশুদের সার্বিক উন্নয়নে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট সংস্থাগুলির

প্রকাশিত

শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক নতুন দিশার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রথম রাজ্য সরকার, ইউনিসেফ ও একাধিক কর্পোরেট সংস্থা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কলকাতায় ইউনিসেফ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত “ম্যাচিং গ্রান্টস টু নীডস” শীর্ষক এক ত্রিপাক্ষিক আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন ASSOCHAM, FICCI, CII, BCCI-সহ একাধিক বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় তাঁরা শিশুদের ভবিষ্যৎ এবং পরিবেশ সুরক্ষায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ ও শিল্পমন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, “কর্পোরেট সংস্থাগুলি যাতে সামাজিক দায়বদ্ধতার (CSR) অর্থ যথাযথভাবে শিশুদের উন্নয়নে খরচ করতে পারেন, তার জন্য রাজ্য সরকার ‘সিএসআর পোর্টাল’ চালু করেছে। এখানে রাজ্যজুড়ে চিহ্নিত নানা প্রকল্পের পোর্টফোলিও দেওয়া রয়েছে।”

মন্ত্রী আরও জানান, ইউনিসেফের অভিজ্ঞতা ও কর্পোরেট দুনিয়ার উদ্ভাবনী শক্তির মেলবন্ধনে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে বলেন, “এই আলোচনা আমাদের আশাবাদী করে তুলেছে। শিশুদের জন্য আমরা একত্রে অনেক শক্তিশালী হয়ে উঠেছি।” তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ইউনিসেফের অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথাও জানান।

শিশুদের সঙ্গে ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে

ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান ডাঃ মনজুর হোসেন জানান, “আমরা আশা করছি কর্পোরেটরা আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে শিশুদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন।”

পোর্টালে ইতিমধ্যেই ৪৫০ কোটি টাকার প্রকল্প তালিকাভুক্ত হয়েছে, আর ৩৭টি কর্পোরেট সংস্থা তাতে নাম নথিভুক্ত করেছে বলে জানান মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ। রাজ্য সরকারের তরফ থেকে কর্পোরেট প্রতিনিধিদের CSR পোর্টালে সংস্থাগুলিকে নিবন্ধিত করার আহ্বান জানানো হয়।

এই যৌথ উদ্যোগে আগামী দিনে রাজ্যের শিশু, কিশোর, কিশোরী ও যুব সমাজের পুষ্টি, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক মানুষের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।