মহসিন নকভি জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ ২০২৫। সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে গোটা টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে এবারের আসর। আটটি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়— ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ় জানাচ্ছে, এবারের ম্যাচগুলি দুবাই ও আবু ধাবিতে অনুষ্ঠিত হতে পারে। আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা প্রবল। এর ফলে অন্তত তিনবার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ— একবার গ্রুপ পর্বে, একবার সুপার ফোরে এবং সম্ভাব্য ফাইনালে।
সূত্রের খবর অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হতে পারে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি এবং ১৯ সেপ্টেম্বর ভারত খেলতে পারে ওমানের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান যদি সুপার ফোরে পৌঁছে যায়, তবে ২১ সেপ্টেম্বর ফের দেখা হতে পারে এই দুই দলের। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, মাসের শেষ রবিবারে।
প্রতিযোগিতায় মোট ১৯টি ম্যাচ খেলা হবে। এবারেও উত্তেজনার পারদ চড়াতে প্রস্তুত ভারত-পাকিস্তান দ্বৈরথ। ক্রিকেটবিশ্বের নজর থাকবে মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তরের দিকে।