চ্যাটিং অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলতে ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার আনছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ তা হল ‘Wave Emoji’ ফিচার, যা মূলত গ্রিটিং মেসেজ পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছে। নতুন এই ইমোজি সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করেছে WABetaInfo। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, ফিচারটি বর্তমানে WhatsApp Beta for Android ভার্সন 2.25.21.24-এ দেখা যাচ্ছে।
WABetaInfo-এর শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গেছে, নতুন এই ফিচার চ্যাট স্ক্রিনের নিচের দিকে দেখা যাবে। এটি শুধু সেই সব কনট্যাক্টের ক্ষেত্রে দেখা যাবে, যাঁদের সঙ্গে এর আগে কোনও চ্যাট হয়নি। অর্থাৎ যাদের সঙ্গে প্রথমবার চ্যাট করতে যাচ্ছেন, সেই চ্যাট স্ক্রিনে নিচে ‘Wave’ ইমোজি-টি ভেসে উঠবে। এই ভিজ্যুয়াল প্রম্পট WhatsApp এমনভাবে ডিজাইন করেছে, যাতে ব্যবহারকারী কাউকে মেসেজ পাঠানোর ক্ষেত্রে যে প্রাথমিক দ্বিধাবোধ থাকে, তা দূর হয় এবং সহজে কথাবার্তা শুরু করা যায়।
‘Wave’ ফিচার টেক্সট চ্যাটের পাশাপাশি ভয়েজ চ্যাটেও মিলবে। গ্রুপ ভয়েজ চ্যাটে এবার ব্যবহারকারীরা পাবেন ‘Wave All’ নামের একটি অপশন, যার মাধ্যমে গ্রুপের অন্য সদস্যদের বর্তমান চ্যাটে যোগ দেওয়ার জন্য নোটিফিকেশন পাঠানো যাবে। যদি কোনও ব্যবহারকারী এই ‘Wave Emoji’ স্ক্রিনে দেখতে না চান, তাহলে হোয়াটসঅ্যাপে একটি ছোট ক্লোজ (X) বোতামে ট্যাপ করে ব্যবহারকারী চ্যাট স্ক্রিন থেকে ইমোজিটি রিমুভ করতে পারবেন।