Homeখবরকলকাতাবৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

বৃষ্টিতে রেকর্ড! গত ৮ বছরে জুলাই মাসে এত বৃষ্টি হয়নি কলকাতায়

প্রকাশিত

এই জুলাইয়ে রীতিমতো রেকর্ড গড়ল কলকাতা। মাস শেষ হতে এখনও দু’দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শহরে বৃষ্টির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৯৩ মিলিমিটারে! গত আট বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি আর দেখা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৭ সালের জুলাইয়ে শহরে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ছিল গত দশ বছরের মধ্যে জুলাইয়ের সর্বাধিক। সেই হিসেবেই, ২০২৫ সালের জুলাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুলনামূলক ভাবে, ২০২৪ সালের জুলাইয়ে বৃষ্টি হয়েছিল ৩২৮.১ মিমি এবং ২০২৩ সালে মাত্র ১৫৬.৭ মিমি।

আবহাওয়াবিদের মতে, “এই মাসে বর্ষার প্রবাহ খুবই সক্রিয় ছিল। মাত্র তিন দিন বৃষ্টি হয়নি, বাকি সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। চার দিন প্রবল বৃষ্টিও হয়েছে, যার জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে।”

চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৫ জুলাই, একদিনে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি। গত ১০ বছরে জুলাই মাসে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে গড়ে ১৭.৭টি দিন বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার ২৬ দিনেই বৃষ্টি হয়েছে। এমনকি, জুন মাসেও শহর ভিজেছিল ২৪১.৫ মিলিমিটার বৃষ্টিতে। ফলে বর্ষা মরসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ দাঁড়াল ৮৩৪.৫ মিমি, যা মৌসুমি গড় ১৩৪৫.৫ মিমির ৬২ শতাংশ।

এবছর ১৭ জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে এক সপ্তাহ দেরিতে। যদিও সেদিনই একটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল।

কোন কারণে এত বৃষ্টি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই জুলাই মাসে মোট ছটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের আবহাওয়াগত অবস্থানগুলিই বর্ষাকে সক্রিয় করে তোলে।

মঙ্গলবারও শহরে বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিমি, যার নেপথ্যে ছিল তিনটি সক্রিয় সিস্টেম— একটি ঘূর্ণাবর্ত, একটি মৌসুমি অক্ষরেখা এবং একটি উচ্চস্তরের বায়ুপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালের মধ্যে আরও কিছু বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ঘনঘটা কমে আসবে।

আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।