Homeখেলাধুলোফুটবলভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস,...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?     

প্রকাশিত

কেনিংটন ওভাল: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই বোঝা গিয়েছিল। সে দিন ভারত ৬৩ ওভার ব্যাট করেছিল, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক এবং বোলিং আক্রমণের কান্ডারি বেন স্টোকস এক ওভারও বল করেননি। পঞ্চম তথা শেষ দিন সকালেই বল করতে আসেন স্টোকস। ১১ ওভার বল করেন। তারই মধ্যে তুলে নেন কে এল রাহুলকে। কিন্তু বল করতে গিয়ে স্টোকসের যে একটা অস্বস্তি হচ্ছে, তা বোঝা যাচ্ছিল। কয়েক ওভার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোচ্ছিলেন তিনি।

বোঝা গেল, ডান কাঁধের চোট গুরুতরই। তাই শেষ টেস্ট থেকে সরে যেতে বাধ্য হলেন। এ খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড দলের তরফ থেকে। ওভাল টেস্টে ইংল্যান্ড দলে আরও তিনটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফ্রা আর্চারও। বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। স্টোকসের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওলি পোপ।

শেষ টেস্টে দল থেকে বাদ পড়ে হতাশ স্টোকস। বলেছেন, ‘‘আমি অবশ্যই হতাশ। ডান কাঁধের হাড়ে ভাল চিড় ধরেছে। যা অবস্থা খেললে অনেক বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে।” ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর ওভাল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। সিরিজ দখল করতে হলে এই টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। আর সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতও আপ্রাণ লড়ে যাবে। এই সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্সে অলরাউন্ডার স্টোকসের অবদান সবচেয়ে বেশি। তাই অনুপস্থিতি ইংল্যান্ডের কাছে একটা বড়ো ধাক্কা।    

ইংল্যান্ড দলে এসেছেন তরুণ ব্যাটার জেকব বেথেল। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ম্যাচেই ৩৭ বলে ৫০ রান করে নট আউট থাকেন। আরও এসেছেন এই সিরিজে প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। গত মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান। নেওয়া হয়েছে ডানহাতি পেসার জেমি ওভার্টনকে। এটি তাঁর দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ়াক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন এবং জশ টং।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।