তিন মাসেরও বেশি সময় পরে অবশেষে আসছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। কাটল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট। চলতি বছরের WBJEE পরীক্ষার ফলাফল আগামী ৭ আগস্ট প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার এই ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
চলতি বছর ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ফলপ্রকাশ আটকে ছিল। ফলে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। কেউ কেউ ইতিমধ্যেই ভর্তিও নিয়েছেন অন্যত্র।
বোর্ড জানায়, ফলপ্রকাশের যাবতীয় প্রস্তুতি আগেই শেষ হয়েছিল। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশে ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা তৈরি হওয়ায় প্রক্রিয়া থমকে যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জট কেটে যাওয়ার পর উচ্চশিক্ষা দফতর বোর্ডকে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দেয়। তার পরেই প্রস্তুতি শুরু করে বোর্ড।
এদিন বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পরীক্ষার্থীদের নিজেদের শ্রেণি (‘ক্যাটাগরি’) নির্ধারণ করে অনলাইনে জমা দিতে হবে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে এই কাজ করতে হবে। এরপর ৭ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল।
ফলাফল দেখতে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে লগইন করতে পারবেন। তার পর শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।
উল্লেখযোগ্য:
- ফলপ্রকাশ: ৭ আগস্ট
- ওয়েবসাইটে ক্যাটাগরি জমা: ৩১ জুলাই – ২ আগস্ট
- অফিসিয়াল ওয়েবসাইট: wbjeeb.nic.in