শিয়ালদহ স্টেশন মানেই হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত। কলকাতা এবং শহরতলির মধ্যে সংযোগকারী এই ব্যস্ততম স্টেশনে বহু সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় শুধু এই কারণে যে ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তা শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না। বিশেষ করে সকালে ও সন্ধ্যায়, ভিড়ের সময় প্ল্যাটফর্ম খুঁজে পেতে হিমশিম খান বহু যাত্রী।
এই সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। জানানো হয়েছে, এবার থেকে শিয়ালদহ স্টেশনে কোন শাখার ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তা আগেভাগেই নির্দিষ্ট করে দেওয়া হবে। এর ফলে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা সহজেই নিজেদের ট্রেন ধরতে পারবেন, কমবে সময়ের অপচয় এবং বিশৃঙ্খলতা।
এক নজরে দেখে নেওয়া যাক নতুন প্ল্যাটফর্ম নির্দেশিকা—
🔹 ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম:
কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল ট্রেন।
🔹 ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম:
ডানকুনি এবং বারুইপাড়া লোকাল।
🔹 ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম:
বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল।
🔹 ৯, ১১ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্ম:
মেল ও এক্সপ্রেস ট্রেন।
🔹 ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম:
শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন।
পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন গড়ে ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে এবং প্রতিদিন প্রায় ১৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন।
এই সিদ্ধান্ত কার্যকর হলে স্টেশন চত্বরে যাত্রীদের নিয়মিত বিভ্রান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপে স্বস্তিতে শিয়ালদহের লক্ষ লক্ষ যাত্রী।
আরও যে খবর পড়তে পারেন
পুনেতে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগ, তদন্তের দাবি পরিবারের