দেশের বাইরে বিদেশের জেলে বন্দি ভারতীয় নাগরিকদের নিয়ে সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ২৫ জুলাই লোকসভায় লিখিত বিবৃতিতে তিনি জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মোট ১০,৫৭৪ জন ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন। এদের মধ্যে অনেকে বিচারাধীন, আবার কেউ দণ্ডিত।
কাদের কতজন?
এই তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE), যেখানে ২৭৭৩ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর পরেই রয়েছে সৌদি আরব (২৩৭৯), কাতার (৭৯৫), নেপাল (১৩৫৭), কুয়েত (৩৪২) ও মালয়েশিয়া (৩৮০)।
চীনেও বন্দি রয়েছেন ১৮৩ জন ভারতীয়। পাকিস্তানে বন্দি ২৪৬ জন। বাংলাদেশ সংলগ্ন নেপালে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বন্দি, যার সংখ্যা ১৩৫৭।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়রা
এই ১০ হাজারেরও বেশি বন্দির মধ্যে ৪৩ জন ভারতীয় নাগরিক বর্তমানে ১১টি দেশে মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন। সবচেয়ে বেশি ২১ জন রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সৌদি আরবে ৭ জন, চীনে ৪ জন, ইন্দোনেশিয়ায় ৩ জন এবং কুয়েতে ২ জন রয়েছেন মৃত্যুদণ্ডের তালিকায়।
মালয়েশিয়া, ওমান, পাকিস্তান, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে।
ইয়েমেনে একমাত্র ভারতীয় – কেরালার নিমিষা প্রিয়া
এই প্রসঙ্গে উঠে এসেছে কেরালার নার্স নিমিষা প্রিয়ার নাম। ২০২০ সালে ইয়েমেনে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নিমিষা দাবি করেছেন, ওই ব্যক্তি তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, এবং অবৈধভাবে আটকে রাখতেন। তাঁর পরিবার এখনও রাষ্ট্রের হস্তক্ষেপ দাবি করছে।
গোপনীয়তা আইনের বাধা
মন্ত্রী জানান, অনেক দেশের কঠোর গোপনীয়তা আইনের কারণে বন্দিদের বিস্তারিত তথ্য ভারতীয় মিশনকে জানানো হয় না, যদি না সংশ্লিষ্ট ব্যক্তি সম্মতি দেন। তবে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলি বন্দিদের সম্পর্কে খবর পেলেই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং দূতাবাসের পক্ষ থেকে আইনগত ও মানবিক সহায়তা দেওয়া হয়।
কেন্দ্রের আশ্বাস
মন্ত্রী বলেন, “বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের অগ্রাধিকার। ভারতীয় মিশনগুলি বিদেশে অবস্থানকারী ভারতীয় বন্দিদের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে, কনস্যুলার সহায়তা দেয় এবং তাঁদের অধিকার রক্ষায় তৎপর থাকে।”
বিশেষ তথ্য:
- মোট ভারতীয় বন্দি: ১০,৫৭৪
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়: ৪৩
- সর্বাধিক বন্দি দেশ: সংযুক্ত আরব আমিরশাহী (২৭৭৩)
- সর্বাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত: সংযুক্ত আরব আমিরশাহী (২১)
আরও যে খবর পড়তে পারেন