শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেল চারটে নাগাদ বন্ডেল গেটের কাছে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘দেজ মেডিক্যাল’-এর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, এরপরই বিস্ফোরণের শব্দ ও আগুনের তীব্রতা বাড়তে থাকে। কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে, বিশেষত কারখানার চারপাশের আবাসিক এলাকাগুলিতে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত দমকলকর্মীরা কারখানার মূল অংশে প্রবেশ করতে পারেননি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে কাছাকাছি আসাও মুশকিল হয়ে পড়ছে।
কারখানার পাশেই রয়েছে একাধিক আবাসিক বহুতল। সেই সব ভবনের ছাদে উঠে জল ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। বন্ডেল গেট চত্বরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।
আগুনের উৎসস্থলে এখনও পৌঁছনো যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা রাসায়নিক বিক্রিয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে দমকল ও পুলিশ দু’পক্ষই সতর্ক অবস্থায় রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নেভাতে আরও সময় লাগবে, কারণ ভিতরে থাকা রাসায়নিক পদার্থগুলির কারণে আগুন ক্রমাগত নতুন জায়গায় ছড়াচ্ছে।