Homeখবররাজ্যআইআইটি খড়্গপুরে তিন ভাষায় সাইনবোর্ড! বাংলাকেও সম্মান জানিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নির্দেশকের

আইআইটি খড়্গপুরে তিন ভাষায় সাইনবোর্ড! বাংলাকেও সম্মান জানিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নির্দেশকের

প্রকাশিত

আইআইটি খড়্গপুরে তিন ভাষায় সাইনবোর্ড! বাংলার মর্যাদা রক্ষায় অভিনব সিদ্ধান্ত নির্দেশকের

খড়্গপুর আইআইটির ক্যাম্পাস জুড়ে এবার থেকে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা থাকবে সমস্ত নামফলক, দিক্‌নির্দেশ এবং সাইনবোর্ড। এই সিদ্ধান্ত কার্যকর করছেন প্রতিষ্ঠানটির নতুন নির্দেশক সুমন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বহু অশিক্ষক কর্মী শুধুমাত্র বাংলা ভাষা বুঝতে এবং লিখতে পারেন। তাঁদের কথা ভেবেই নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নির্দেশক সুমন চক্রবর্তী বলেন, “আমাদের সংস্কৃতির রূপান্তর, আমাদের ভাবনাচিন্তার পরিবর্তন তুলে ধরতেই প্রতীকী ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী শিক্ষায় তিন ভাষা ব্যবহারের বিষয়টি মাথায় রেখেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে তিন ভাষায় লেখা নিশ্চিত করতে বলা হয়েছে রাজভাষা বিভাগের প্রফেসর-ইন-চার্জকে।

আইআইটি খড়্গপুরের মতো আন্তর্জাতিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মাটিতে অবস্থিত হলেও, এতদিন বাংলা ভাষা সেখানে প্রায় ব্রাত্য ছিল বলেই মনে করছেন সুমন। তাঁর মতে, ভাষাগত বৈচিত্রকে সম্মান জানিয়ে আঞ্চলিক ভাষার মর্যাদা রক্ষার এ এক সাহসী পদক্ষেপ।

বিশেষ গুরুত্ব পেয়েছে হিজলি ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ। স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নিদর্শন এই ক্যাম্পে বিপ্লবীদের কৃতিত্ব এতদিন শুধুমাত্র ইংরেজি ও হিন্দিতে লেখা ছিল। এবার সেখানে বাংলাতেও ফলক বসবে। সুমনের মতে, “এটা অদ্ভুত যে বাংলার বুকে থাকা ঐতিহাসিক স্থানে এতদিন বাংলায় কিছুই লেখা ছিল না।”

১৮ অগস্ট আইআইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে পরিকাঠামোর শিলান্যাস হবে, সেই ফলকেও তিন ভাষায় তথ্য লেখা থাকবে বলে জানিয়েছেন তিনি। এমনকি, নির্দেশকের নিজস্ব দফতর ও বাসভবনের নামফলকেও ইতিমধ্যেই যুক্ত হয়েছে বাংলা ভাষা।

এই সিদ্ধান্ত এমন এক সময় এল, যখন আঞ্চলিক ভাষা নিয়ে উত্তেজনা তুঙ্গে। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে বাংলা-সহ দক্ষিণের রাজ্যগুলিতে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরেও উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে খড়্গপুর আইআইটির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং উদাহরণযোগ্য বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।