Homeশিল্প-বাণিজ্যস্বেচ্ছামূলক প্রস্থান চেয়ে সেবির সিদ্ধান্তের অপেক্ষায় কলকাতা স্টক এক্সচেঞ্জ, কবে ইতিহাসের পাতায়...

স্বেচ্ছামূলক প্রস্থান চেয়ে সেবির সিদ্ধান্তের অপেক্ষায় কলকাতা স্টক এক্সচেঞ্জ, কবে ইতিহাসের পাতায় এই ঐতিহ্যবাহী সংস্থা?

প্রকাশিত

ভারতের দ্বিতীয় প্রাচীনতম শেয়ার বাজার কলকাতা স্টক এক্সচেঞ্জ (CSE) হয়তো খুব শীঘ্রই ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, যার অনুমতি পেলে তারা ‘স্টক এক্সচেঞ্জ’ হিসেবে স্বেচ্ছামূলক প্রস্থান (Voluntary Exit) গ্রহণ করবে।

মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি, CSE তাদের স্বেচ্ছামূলক প্রস্থানের প্রস্তাব জমা দেয় সেবির নির্ধারিত নীতিমালার অধীনে। তিনি বলেন, “এই মুহূর্তে সেই প্রস্তাবটি সেবির কাছে পরীক্ষাধীন রয়েছে।”

প্রসঙ্গত, এই প্রশ্নটি তুলেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য

এক সময়ের গৌরব এখন অস্তমিত সূর্য

সিএসই-র সঙ্গে যুক্ত একাধিক প্রবীণ ব্রোকারের কথায়, ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে এমন বহু দিন গিয়েছে, যেদিন কলকাতা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) থেকেও বেশি ছিল। এমনকি কিছু দিন লেনদেনের নিরিখে শুধুমাত্র ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-র পরেই ছিল CSE।

একজন প্রাক্তন সদস্য জানিয়েছেন, ২০০০ সালে একদিনে সিএসই-তে ২,০০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। আবার ২০০১ সালের মাঝামাঝি পর্যন্ত গড় দৈনিক লেনদেন ছিল ১,০০০ কোটি টাকা

বিক্রির চেষ্টা, আইনি জটিলতা ও শেষ চেষ্টা

বিগত এক দশকে সিএসই নিজেকে বাঁচাতে বিভিন্ন প্রচেষ্টা করেছিল। এর মধ্যে ছিল EM বাইপাস সংলগ্ন জমি ২৫৩ কোটি টাকায় বিক্রি করে একটি ক্লিয়ারিং কর্পোরেশন গঠন করার পরিকল্পনা। কিন্তু সেই বিক্রির অনুমোদন তারা পায়নি।

২০১৩ সাল থেকে CSE-তে লেনদেন কার্যত বন্ধ। ২০১২-১৩ অর্থবর্ষে শেষবার সিএসই-র মোট লেনদেন ছিল ৯,৫০০ কোটি টাকা

এরপর ২০১৫ সালের মে মাসে, সেবি তাদের বেঁধে দেওয়া নির্দেশিকা অনুযায়ী CSE-র বিরুদ্ধে বাধ্যতামূলক প্রস্থান প্রক্রিয়া (Compulsory Exit) শুরু করে। এর বিরুদ্ধে CSE কলকাতা হাইকোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করে।

আদালতের রায় এবং সময়সীমা

চলমান মামলার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি, কলকাতা হাইকোর্ট রায় দেয় যে, সিএসই-কে ছয় মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে সংস্থাটিকে হয় নিজস্ব ক্লিয়ারিং কর্পোরেশন গড়তে হবে, নয়তো কোনও বিদ্যমান ক্লিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তিতে যেতে হবে। অন্যথা, সেবি তার আইনানুগ পদক্ষেপ নিতে পারবে।

চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে CSE?

বর্তমানে সমস্ত আইনি ও প্রাতিষ্ঠানিক বিকল্প শেষ হয়ে আসার পরে, CSE তাদের নিজের ইচ্ছায় স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রস্থান করার প্রস্তাব দিয়েছে। এক সময় দেশের তৃতীয় বৃহত্তম শেয়ার বাজার আজ একপ্রকার নির্বিকার অবস্থা কাটাচ্ছে।
সেবি অনুমোদন দিলে, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন সংস্থার ১১৬ বছরের যাত্রাপথ শেষ হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।