Homeখবরকলকাতানোটিশ পেয়েও নিশ্চুপ, বিপজ্জনক বাড়ির মালিকদের বিরুদ্ধে এবার এফআইআর করবে কলকাতা পুরসভা

নোটিশ পেয়েও নিশ্চুপ, বিপজ্জনক বাড়ির মালিকদের বিরুদ্ধে এবার এফআইআর করবে কলকাতা পুরসভা

প্রকাশিত

কলকাতা পুরসভা (KMC) এবার বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়ির মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। শুক্রবার সাপ্তাহিক টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, নোটিশ দেওয়ার পরও যারা তাদের ভবনের মেরামতি করবেন না, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

হাকিম বলেন, “গত কয়েক দিনে তিনটি ভবন ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু এই পরিস্থিতি যে কোনও সময় প্রাণঘাতী হতে পারে।” তিনি পুরসভার ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশ দেন, নোটিশপ্রাপ্ত বিপজ্জনক ভবনের মালিকদের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করতে।

পুরসভার পরিকল্পনা অনুযায়ী, নোটিশ পাওয়ার পর মালিকদের দুই থেকে তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ভবনের মেরামতির কাজ সম্পূর্ণ না হলে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে এফআইআর করা হবে এবং পুলিশকে জানানো হবে যে মালিক মেরামতির নির্দেশ মানেননি।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের জন্য শীঘ্রই কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর বিভিন্ন ধারার অধীনে একটি সরকারি নির্দেশিকা জারি করা হবে। এতে পুরসভার আধিকারিকরা আইনি ক্ষমতা পাবেন সরাসরি এফআইআর করার।

উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় বহু পুরনো ও ভগ্নপ্রায় বাড়ি বা ভবন রয়েছে, যাদের মেরামতির সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে মামলা-মোকদ্দমা, অথবা মালিকদের নিজেদের মধ্যে বিবাদ মেরামতির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে। এছাড়া, পুরনো ভাড়াটিয়ারা খুব কম ভাড়া দেওয়ায় সেই অর্থ দিয়ে মেরামতির খরচ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মেয়র আরও জানান, পুরসভা সম্প্রতি তাদের বিল্ডিং রুলস সংশোধন করেছে, যাতে ভাড়াটিয়া-অধ্যুষিত জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা সহজ হয়। পুরসভা নতুন ভবনে ভাড়াটিয়াদের জন্য অকুপেন্সি সার্টিফিকেট দেবে, যা তাদের সেখানে থাকার নিশ্চয়তা দেবে। অন্যদিকে, মালিকদের অতিরিক্ত ফ্লোর এরিয়া তৈরির অনুমতি দেওয়া হবে, যা সাধারণ বিল্ডিং রুলসে থাকে না।

এই পদক্ষেপে পুরসভার আশা, একদিকে যেমন বিপজ্জনক ভবন ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা কমবে, অন্যদিকে শহরের পুরনো আবাসন সংস্কার ও পুনর্নির্মাণের গতি বাড়বে। পুরসভার এই কড়া অবস্থান মালিকদের দায়িত্ববোধ বাড়াতে কতটা সফল হয়, তা এখন সময়ই বলবে।

আরও পড়ুনছ

কলকাতা পুরসভা (KMC) এবার বিপজ্জনক ও জরাজীর্ণ ভবনের মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। শুক্রবার সাপ্তাহিক টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, নোটিশ দেওয়ার পরও যারা তাদের ভবনের মেরামতি করবেন না, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

হাকিম বলেন, “গত কয়েক দিনে তিনটি ভবন ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু এই পরিস্থিতি যে কোনও সময় প্রাণঘাতী হতে পারে।” তিনি পুরসভার ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশ দেন, নোটিশপ্রাপ্ত বিপজ্জনক ভবনের মালিকদের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করতে।

পুরসভার পরিকল্পনা অনুযায়ী, নোটিশ পাওয়ার পর মালিকদের দুই থেকে তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ভবনের মেরামতির কাজ সম্পূর্ণ না হলে দ্বিতীয়বার এফআইআর করা হবে এবং পুলিশকে জানানো হবে যে মালিক মেরামতির নির্দেশ মানেননি।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের জন্য শীঘ্রই কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর বিভিন্ন ধারার অধীনে একটি সরকারি নির্দেশিকা জারি করা হবে। এতে পুরসভার আধিকারিকরা আইনি ক্ষমতা পাবেন সরাসরি এফআইআর করার।

উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় বহু পুরনো ও ভগ্নপ্রায় ভবন রয়েছে, যাদের মেরামতির সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে মামলা-মোকদ্দমা, অথবা মালিকদের নিজেদের মধ্যে বিবাদ মেরামতির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে। এছাড়া, পুরনো ভাড়াটিয়ারা খুব কম ভাড়া দেওয়ায় সেই অর্থ দিয়ে মেরামতির খরচ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মেয়র আরও জানান, পুরসভা সম্প্রতি তাদের বিল্ডিং রুলস সংশোধন করেছে, যাতে ভাড়াটিয়া-অধ্যুষিত জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা সহজ হয়। পুরসভা নতুন ভবনে ভাড়াটিয়াদের জন্য অকুপেন্সি সার্টিফিকেট দেবে, যা তাদের সেখানে থাকার নিশ্চয়তা দেবে। অন্যদিকে, মালিকদের অতিরিক্ত ফ্লোর এরিয়া তৈরির অনুমতি দেওয়া হবে, যা সাধারণ বিল্ডিং রুলসে থাকে না।

এই পদক্ষেপে পুরসভার আশা, একদিকে যেমন বিপজ্জনক ভবন ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা কমবে, অন্যদিকে শহরের পুরনো আবাসন সংস্কার ও পুনর্নির্মাণের গতি বাড়বে। পুরসভার এই কড়া অবস্থান মালিকদের দায়িত্ববোধ বাড়াতে কতটা সফল হয়, তা এখন সময়ই বলবে।

আরও পড়ুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি