আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে বহুবার উত্তেজনা চরমে পৌঁছালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশের ওপর কোনো নতুন শুল্ক আরোপ করেননি। সম্প্রতি ট্রাম্প ভারত, চিন সহ বহু দেশের পণ্যের ওপর প্রভূত অঙ্কের শুল্ক ঘোষণা করলেও রাশিয়া ও উত্তর কোরিয়া তার বাইরে রয়ে গেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব দেশের সঙ্গে কার্যকর বাণিজ্য প্রায় নেই বললেই চলে, তাই অতিরিক্ত শুল্কের প্রয়োজন নেই।” দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া আমেরিকাকে হুমকি দিয়ে এসেছে, তবে বর্তমানে বিদ্যমান নিষেধাজ্ঞা ও শুল্কের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ।
অন্যদিকে, ভারতসহ একাধিক দেশে শুল্ক দ্বিগুণ করে ৫০% করায় ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন মার্কিন লেট-নাইট শো হোস্ট স্টিফেন কোলবেয়ার ও জিমি ফ্যালন।
জিমি ফ্যালনের ব্যঙ্গ
দ্য টুনাইট শো–তে বৃহস্পতিবার রাতে ফ্যালন মজা করে বলেন, “ট্রাম্প এখন পর্যন্ত ৯০টিরও বেশি দেশে শুল্ক বসিয়েছেন, বাকি শুধু উত্তর কোরিয়া আর জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’। ব্রাজিলে শুল্ক বসালে কলা, আম, আনারসের দাম আকাশছোঁয়া হবে।”
স্টিফেন কোলবেয়ারের কটাক্ষ
শনিবার রাতের শো–তে কোলবেয়ার বলেন, “ভারতের ওপর শুল্ক দ্বিগুণ হওয়ায় গজ, ব্যান্ডেজ, তুলোর মতো জিনিসের দাম বাড়বে। এখনই আমার নতুন পণ্য ‘স্টিভ’স ওয়াড’ বাজারে আনার সময়—এর মধ্যে কী আছে? কী আসে যায়, যাই হোক আপনি রক্তক্ষরণ করছেন।”
আরও যে খবরগুলি পড়তে পারেন
কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড