আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী ১৭ আগস্ট পর্যন্ত ওই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে কিছু এলাকায় ঝেঁপে বৃষ্টি হতে পারে। এই ধরনের বৃষ্টি এতটাই স্থানীয় যে এক জায়গায় প্রবল বর্ষণে রাস্তাঘাট জলমগ্ন হলেও পাঁচ কিলোমিটার দূরে খটখটে রোদ দেখা যাচ্ছে।
উত্তর কলকাতার কিছু এলাকায় ইতিমধ্যেই ছোটখাটো ক্লাউড বার্স্টের মতো পরিস্থিতি হয়েছে। বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় ১০০ মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে। তবে শহরের অধিকাংশ এলাকা এখনও ঝকঝকে রোদে উজ্জ্বল।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আনাগোনা কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন: ঘর-গাড়ির ভেতরেই সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ! দিনে ফুসফুসে ঢুকছে ৬৮ হাজার মাইক্রো প্লাস্টিক কণা