Homeখবরবিদেশইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিন-জেলেনস্কি মুখোমুখি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের, কী বললেন পুতিন?

ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিন-জেলেনস্কি মুখোমুখি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের, কী বললেন পুতিন?

প্রকাশিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের আয়োজন করবেন।

ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এই উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন এবং শিগগিরই দুই প্রেসিডেন্টের বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “এটি একটি বড় পদক্ষেপ। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এটাই প্রাথমিক প্রচেষ্টা।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান ট্রাম্প।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটও আলোচনায় উপস্থিত ছিলেন। মের্ৎস ও রুট নিশ্চিত করেছেন, পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হয়েছেন, যদিও সুনির্দিষ্ট তারিখ ও স্থান এখনও ঘোষণা করা হয়নি।

জেলেনস্কি বৈঠকের পর সাংবাদিকদের জানান, “আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমি পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে প্রস্তুত।” তবে মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে, পুতিন ও ট্রাম্প উভয়েই ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে মত দিয়েছেন।

বৈঠকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা বিষয়টিও বিশেষভাবে আলোচনায় উঠে আসে। যদিও ঠিক কী ধরনের নিশ্চয়তা দেওয়া হবে, তা স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন। ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো হবে প্রথম প্রতিরক্ষার স্তম্ভ, তবে যুক্তরাষ্ট্রও সমন্বয় ও সাহায্যে যুক্ত থাকবে।

জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এই নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: ভারতের তিন দফা উদ্বেগ মেটানোর আশ্বাস চিনের, বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী ওয়াং ই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।