Homeবিনোদনপ্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

প্রকাশিত

বলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট, ২০২৫) রাতে থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার (১৯ আগস্ট) থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদার ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে দীর্ঘ সময় কাজ করেন। তবে তাঁর সত্যিকারের নেশা ছিল অভিনয়। আশির দশকে তিনি সিনেমা ও টেলিভিশনে পা রাখেন এবং শুরু হয় এক দীর্ঘ ও সফল যাত্রা।

চার দশকের বেশি সময়জুড়ে পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি সিনেমায়। সমালোচকদের প্রশংসিত ও বাণিজ্যিকভাবে সফল অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ‘আক্রোশ’, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গীলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ এবং ‘ভেন্টিলেটর’-এর মতো বিখ্যাত ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

তবে রাজকুমার হিরানির ব্লকবাস্টার ৩ ইডিয়টস-এ কঠোর অথচ মায়াময় ইঞ্জিনিয়ারিং প্রফেসরের ভূমিকাতেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হন। তাঁর সংলাপ “কহেনা কেয়া চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় ও মিম সংস্কৃতিতে সমানভাবে জনপ্রিয়।

শুধু বড়পর্দাই নয়, ছোটপর্দাতেও রেখেছেন অমোঘ ছাপ। ওয়াগলে কি দুনিয়া, মাজহা হোশিল না, মিসেস তেন্ডুলকর এবং ভারত কি খোঁজ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। মঞ্চ, টিভি ও সিনেমায় সমান দক্ষতার সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও দর্শকদের কাছ থেকে সমান শ্রদ্ধা অর্জন করেছেন।

অচ্যুত পোতদারের প্রয়াণে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে তাঁর ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছেন তাঁকে এক বিনয়ী, নিষ্ঠাবান এবং বহুমুখী শিল্পী হিসেবে।

ভারতীয় সিনেমা ও টেলিভিশনে তাঁর অবদান অমলিন হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম অভিনেতাদের অনুপ্রেরণা জোগাবেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক! রাজ্যের নির্দেশ, সিনেমাহল-মাল্টিপ্লেক্সে ৩৬৫ দিন চলবে নিয়ম

প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সিনেমাহল ও মাল্টিপ্লেক্সের জন্য নতুন নির্দেশিকা কার্যকর হল বুধবার থেকেই।