Homeবিনোদনপ্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

প্রকাশিত

বলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট, ২০২৫) রাতে থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার (১৯ আগস্ট) থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদার ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে দীর্ঘ সময় কাজ করেন। তবে তাঁর সত্যিকারের নেশা ছিল অভিনয়। আশির দশকে তিনি সিনেমা ও টেলিভিশনে পা রাখেন এবং শুরু হয় এক দীর্ঘ ও সফল যাত্রা।

চার দশকের বেশি সময়জুড়ে পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি সিনেমায়। সমালোচকদের প্রশংসিত ও বাণিজ্যিকভাবে সফল অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ‘আক্রোশ’, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গীলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ এবং ‘ভেন্টিলেটর’-এর মতো বিখ্যাত ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

তবে রাজকুমার হিরানির ব্লকবাস্টার ৩ ইডিয়টস-এ কঠোর অথচ মায়াময় ইঞ্জিনিয়ারিং প্রফেসরের ভূমিকাতেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হন। তাঁর সংলাপ “কহেনা কেয়া চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় ও মিম সংস্কৃতিতে সমানভাবে জনপ্রিয়।

শুধু বড়পর্দাই নয়, ছোটপর্দাতেও রেখেছেন অমোঘ ছাপ। ওয়াগলে কি দুনিয়া, মাজহা হোশিল না, মিসেস তেন্ডুলকর এবং ভারত কি খোঁজ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। মঞ্চ, টিভি ও সিনেমায় সমান দক্ষতার সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও দর্শকদের কাছ থেকে সমান শ্রদ্ধা অর্জন করেছেন।

অচ্যুত পোতদারের প্রয়াণে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে তাঁর ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছেন তাঁকে এক বিনয়ী, নিষ্ঠাবান এবং বহুমুখী শিল্পী হিসেবে।

ভারতীয় সিনেমা ও টেলিভিশনে তাঁর অবদান অমলিন হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম অভিনেতাদের অনুপ্রেরণা জোগাবেন তিনি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।