Homeখেলাধুলোফুটবলডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

প্রকাশিত

ডায়মন্ড হারবার – ২ (মিকেল, জাস্টিন) ইস্টবেঙ্গল – ১ (আনোয়ার)

কলকাতা ময়দানে নতুন শক্তির উত্থান হল। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের জন্য ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবারের এই সেমিফাইনাল ম্যাচে লাল-হলুদ ব্রিগেড যতই দাপট দেখাক, নির্ভুল ফিনিশিং আর গোলরক্ষক মিরশাদের অসাধারণ নৈপুণ্য ম্যাচ ঘুরিয়ে দিল কলকাতার নতুন ক্লাবের পক্ষে।

শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

মিস করা সুযোগে দিশেহারা ইস্টবেঙ্গল

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠে নিয়ন্ত্রণ, বারবার আক্রমণ—সবই হচ্ছিল, কিন্তু গোল আসছিল না। দিয়ামানতাকোস, বিপিন সিংহ, মিগুয়েল—একাধিকবার ডায়মন্ড হারবারের গোলরক্ষক মিরশাদের সামনে দাঁড়িয়ে ব্যর্থ হন। নিজের প্রাক্তন ক্লাবকে একের পর এক রক্ষা করেন তিনি।

অন্যদিকে ডায়মন্ড হারবার প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও প্রতি-আক্রমণে ধারাল ছিল। ২৪ মিনিটে স্যামুয়েলের শট পোস্টে না লাগলে আরও আগেই এগিয়ে যেত তারা।

ছবি: সঞ্জয় হাজরা

খেলার মোড় ঘোরাল কোর্তাজার ও জবি

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু ৬৬ মিনিটে খেলার গতির বিপরীতে গোল করে বসেন মিকেল কোর্তাজ়ার। অসাধারণ ব্যাক ভলিতে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে।

তবে লাল-হলুদ শিবিরও দ্রুত জবাব দেয়। মাত্র এক মিনিট পরেই দূরপাল্লার শটে চমৎকার গোল করে সমতা ফেরান আনোয়ার আলি। মনে হচ্ছিল ম্যাচ আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু তা আর হয়নি।

৮৩ মিনিটে গোলমুখে জটলার সুযোগ কাজে লাগান ইস্টবেঙ্গলেরই প্রাক্তন স্ট্রাইকার জবি জাস্টিন। তাঁর গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

কলকাতা ময়দানে নতুন যুগ?

ডার্বি জয়ের পর ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গলকে হারানো ডায়মন্ড হারবার এফসির জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই দেশের সবচেয়ে পুরনো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেওয়া এই ক্লাবকে এখন নতুন শক্তি হিসেবেই দেখছেন ময়দানের অনেকে।

শনিবারের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা কি ট্রফিও ছিনিয়ে আনতে পারবে? এখন তাকিয়ে গোটা ফুটবল মহল।

আরও পড়ুন:

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।