২০২৩ সালের টেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা হাইস্কুলে আয়োজিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে এসে তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হবে।
শিবিরে সাধারণ মানুষের অভিযোগ শোনার সময় ভিড় থেকে দুই যুবক স্মারকলিপি হাতে শিক্ষামন্ত্রীর কাছে এগিয়ে আসেন। প্রথমে নিরাপত্তারক্ষীরা তাঁদের সরিয়ে দিতে চাইলে, মন্ত্রী নিজেই তাঁদের ডেকে নিয়ে সমস্যার কথা শোনেন। যুবকরা জানান, ২০২৩ সালে টেট দেওয়ার পর দু’বছর কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি। অনিশ্চয়তার মধ্যে তাঁরা দিশাহারা।
শিক্ষামন্ত্রী বলেন, “ওবিসি মামলার কারণে রেজাল্ট আটকে গিয়েছিল। এখন সেই জট কেটে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবে।”
স্মারকলিপি জমা দেওয়া চাকরিপ্রার্থী তপু মহন্ত বলেন, “২০২২ সালের প্রাথমিক টেটের ফল দু’মাসের মধ্যেই প্রকাশ হয়েছিল। কিন্তু ২০২৩ সালের পরীক্ষার ফল এখনও বেরোয়নি। দ্রুত ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছি।”
এদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ব্রাত্যবাবু যেখানেই যাবেন, সেখানেই জনগণ তাঁকে চেপে ধরবে।”
এই প্রতিবেদনটি পড়তে পারেন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর জেরে কমছে বাসযাত্রী, রুটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পরিবহণমন্ত্রীর