শুক্রবার দিনভর মেঘলা আকাশ আর মাঝেমধ্যেই বৃষ্টি কলকাতার তাপমাত্রা অনেকটা কমিয়ে দেয়। শনিবারও শহরে একই আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার পর কয়েকদিন বৃষ্টি কিছুটা কমতে পারে। কিন্তু মধ্য সপ্তাহে ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের প্রধান আবহাওয়া পূর্বাভাস বিভাগের কর্তা এইচ আর বিশ্বাস সাংবাদমাধ্যমকে বলেন, “কলকাতায় শুক্রবার মাঝারি বৃষ্টি হয়েছে। শনিবারও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার পর বৃষ্টি কিছুটা কমতে পারে।”
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ২৫%। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শহরে ১৮.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম।
বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, কোটাহ, গুনা, দামোহ, সাম্বলপুর, পুরী হয়ে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার থেকে এটি আরও কিছুটা বাংলার দিকে সরে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার বা বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘনীভূত হয়ে ডিপ্রেশনে রূপ নিতে পারে। যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বিভাগের কর্তা আরও বিশ্বাস বলেন, “নিম্নচাপটি তৈরি হলে এবং এর গতিপথ ও অবস্থান জানা গেলে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কতটা প্রভাব পড়বে।” যদিও চলতি মাসে বঙ্গোপসাগরে দু’বার নিম্নচাপ তৈরি হয়েছিল, সেগুলির কোনওটিরই সরাসরি প্রভাব বাংলায় পড়েনি।
আরও পড়ুন: বাড়ির দেওয়ালে ড্যাম্প? অসুস্থ করে তুলতে পারে স্যাঁতসেঁতে পরিবেশ
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

