Homeখবররাজ্যপুজোর কেনাকাটায় সাইবার ফাঁদ! ৩০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট চিহ্নিত করল লালবাজার

পুজোর কেনাকাটায় সাইবার ফাঁদ! ৩০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট চিহ্নিত করল লালবাজার

পুজোর কেনাকাটায় অনলাইন প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। কলকাতা পুলিস ইতিমধ্যেই ৩০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট চিহ্নিত করেছে। জানুন কীভাবে সাবধান থাকবেন।

প্রকাশিত

পুজোর কেনাকাটার ভিড় এখন থেকেই জমজমাট। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান থেকে শুরু করে শহরের প্রায় প্রতিটি মার্কেটে ভিড় উপচে পড়ছে। তবে অনেকেই ভিড় এড়িয়ে ঘরে বসেই অনলাইনে জামাকাপড়, জুতো, প্রসাধন সামগ্রীর কেনাকাটা সারছেন। আর এখানেই ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা।

লালবাজার সাইবার বিভাগের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৩০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট চিহ্নিত করা হয়েছে। এ ধরনের সাইটগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডসসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নামী সংস্থার লোগো ও নাম ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে। চটকদার ছাড় এবং লোভনীয় অফারের টোপ ফেলে গ্রাহকদের আকৃষ্ট করছে প্রতারকরা।

সম্প্রতি দক্ষিণ কলকাতার এক তরুণী জুতো কিনতে গিয়ে এমনই প্রতারণার শিকার হন। ফেসবুকে একটি পরিচিত সংস্থার বিজ্ঞাপন দেখে জুতো অর্ডার করেন তিনি। ৮ হাজার টাকার জুতো মাত্র ৫ হাজার ৩০০ টাকায় পাওয়ার লোভে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেন। তিন দিনের মধ্যে পণ্য আসার কথা থাকলেও কিছুই হাতে আসেনি। পরে সংস্থার মূল কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে জানা যায়, তাঁর অর্ডারের কোনও রেকর্ডই নেই। প্রতারিত হয়েছেন বুঝে তিনি কলকাতা পুলিসে অভিযোগ দায়ের করেন।

লালবাজার সূত্রে খবর, এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। প্রতারকরা হুবহু আসল সংস্থার মতো ওয়েবসাইট বানিয়ে গ্রাহকদের ভুল পথে পরিচালিত করছে। এ বিষয়ে সচেতনতা প্রচারও শুরু করেছে পুলিস।

কীভাবে সাবধান থাকবেন?

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কেনাকাটার সময় কিছু নিয়ম মেনে চললেই প্রতারণা এড়ানো সম্ভব—

  1. বৈধ ওয়েবসাইট/অ্যাপ ব্যবহার করুন – ব্র্যান্ডের নিজস্ব মোবাইল অ্যাপ বা গুগল/সাফারি/পরিচিত সার্চ ইঞ্জিন থেকে ওয়েবসাইট খুলে কেনাকাটা করুন। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে সরাসরি লিঙ্কে ক্লিক করবেন না।
  2. অস্বাভাবিক ছাড়ে সতর্ক হোন – বাজারদরের তুলনায় অতিরিক্ত কম দামে পণ্য পেলে আগে নিশ্চিত হোন সেটি বৈধ অফার কি না।
  3. পেমেন্ট সুরক্ষা – সম্ভব হলে ‘ক্যাশ অন ডেলিভারি’ বেছে নিন। অনলাইনে পেমেন্ট করলে ক্রেডিট কার্ড ব্যবহার করা নিরাপদ, কারণ প্রতারণার ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সুযোগ বেশি থাকে।
  4. ওয়েবসাইট যাচাই করুন – ঠিকানার বারে (URL) সবসময় https:// আছে কি না দেখে নিন। সন্দেহ হলে অফিসিয়াল কাস্টমার কেয়ারে ফোন করুন।
  5. রিভিউ পড়ুন – নতুন সাইট বা অ্যাপ থেকে কেনার আগে গ্রাহকদের রিভিউ দেখে নিন। কোনও তথ্য না পেলে এড়িয়ে চলাই নিরাপদ।
  6. ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না – ভুয়ো সাইটগুলি অনেক সময় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাইতে পারে। সতর্ক থাকুন।

কলকাতা পুলিসের পরামর্শ, ‘‘অনলাইনে কেনাকাটা করতে গেলে একটু সতর্ক থাকলেই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সন্দেহজনক কোনও বিজ্ঞাপন দেখলে সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করুন।’’

আরও পড়ুন: হাত ফস্কে জলে পড়ে গেছে ফোন, কীভাবে সুরক্ষিত রাখবেন ফোনের ডেটা?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।