আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২,৮০০-র বেশি মানুষ। রবিবার মধ্যরাতে স্থানীয় সময় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কুনার ও নানগরহর প্রদেশে। ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এই কম্পন।
আফগান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিশেষত সীমান্তবর্তী দুর্গম গ্রামগুলিতে কাঁচামাটির বাড়ি ভেঙে পড়েছে। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুনার প্রদেশের বাসিন্দা এবং আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউল হক মোহাম্মদি জানান, ভূমিকম্পে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকতে পারেননি। ভয়াবহ আতঙ্কে তাঁরা সারারাত বাইরে কাটিয়েছেন, কারণ যেকোনও সময় ফের আফটারশক হতে পারে।
উদ্ধারকাজ চলছে জোরকদমে, তবে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ভূমিধসের কারণে অনেক রাস্তা অচল হয়ে পড়েছে। ফলে উদ্ধারকর্মীরা এখনও বহু দুর্গম এলাকায় পৌঁছতে পারেননি। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা সমন্বয় দফতরের (UNOCHA) কর্মকর্তা কেট কেয়ারি জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি অনেক বেড়েছে। এছাড়া, প্রাণীর মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলতে কাজ করছে দলগুলি, যাতে জল দূষিত না হয়।
এই ভয়াবহ বিপর্যয় আরও বড় চ্যালেঞ্জ তৈরি করল তালিবান প্রশাসনের জন্য। বিদেশি অনুদান বন্ধ হওয়া, প্রতিবেশী দেশগুলির পক্ষ থেকে বিপুল সংখ্যক আফগানদের ফেরত পাঠানো এবং চলমান মানবিক সংকটের মধ্যে নতুন করে এই ভূমিকম্প পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
দেশ-বিদেশের সব খবর পড়ুন এখানে