এসএসসি নিয়োগে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার দাবিতে নয়া অবস্থান নিল বিজেপি। সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, যদি রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষায় একটি সর্বদলীয় প্রস্তাব আনে, তবে বিজেপি সেটিকে নিঃশর্ত সমর্থন করবে।
শুভেন্দুর এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সে সুযোগ এখন আর নেই। শীর্ষ আদালতের মূল যুক্তিই হল ২০১৬ সালের এসএসসি পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণভাবে কলুষিত হয়েছিল। তাই পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ এসেছে। নতুন নিয়োগও শুরু হচ্ছে এক সপ্তাহের মধ্যে। এত দেরিতে এই ভাবনা আনা অসম্ভব।”
শুভেন্দু এদিন জানান, তিনি দলের মুখ্য হুইপ শঙ্কর ঘোষকে স্পিকারের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছেন, যাতে আগামী ৪ সেপ্টেম্বর, অধিবেশনের শেষ দিনে, বিষয়টি নিয়ে অন্তত আধঘণ্টা আলোচনা করা যায়।
তিনি আরও বলেন, “আমি নিজে মুখ্যসচিবকে লিখব এবং অনুরোধ করব যেন সর্বদলীয় প্রস্তাবের ভিত্তিতে আবার সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এখন যেহেতু এসএসসি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা তালিকা প্রকাশ করেছে, তাই প্রস্তাবের মাধ্যমে ওই ১৫ হাজারের মতো যোগ্য শিক্ষককে চাকরিতে বহাল রাখার অনুরোধ করা উচিত।”
শুভেন্দুর দাবি, এই সংকটের সমাধানে রাজনৈতিক দলগুলিকে রং ভুলে এগিয়ে আসা দরকার। “যদি শূন্যপদ থেকে যায়, তবে তা স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হোক,” যোগ করেন তিনি।
এদিন বিরোধী দলনেতা কয়েকজন প্রতিবাদী শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “নয় বছর আগে দেওয়া পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নেওয়া কঠিন। তাই রাজ্য সরকারের সঙ্গে মিলে এই সমস্যার সমাধান খুঁজছি।”
প্রতিবাদী শিক্ষকেরা শুভেন্দুর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, এটা চাকরি রক্ষার শেষ চেষ্টা হতে পারে।
আরও পড়ুন: ‘আধার নাগরিকত্বের একমাত্র নথি নয়’— বিহারের রাজনৈতিক দলগুলির দাবি খারিজ সুপ্রিম কোর্টে