Homeখবররাজ্যযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সর্বদলীয় প্রস্তাব আনতে চাইছে বিজেপি, নিঃশর্ত সমর্থনের আশ্বাস...

যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সর্বদলীয় প্রস্তাব আনতে চাইছে বিজেপি, নিঃশর্ত সমর্থনের আশ্বাস শুভেন্দুর

প্রকাশিত

এসএসসি নিয়োগে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার দাবিতে নয়া অবস্থান নিল বিজেপি। সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, যদি রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষায় একটি সর্বদলীয় প্রস্তাব আনে, তবে বিজেপি সেটিকে নিঃশর্ত সমর্থন করবে।

শুভেন্দুর এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সে সুযোগ এখন আর নেই। শীর্ষ আদালতের মূল যুক্তিই হল ২০১৬ সালের এসএসসি পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণভাবে কলুষিত হয়েছিল। তাই পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ এসেছে। নতুন নিয়োগও শুরু হচ্ছে এক সপ্তাহের মধ্যে। এত দেরিতে এই ভাবনা আনা অসম্ভব।”

শুভেন্দু এদিন জানান, তিনি দলের মুখ্য হুইপ শঙ্কর ঘোষকে স্পিকারের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছেন, যাতে আগামী ৪ সেপ্টেম্বর, অধিবেশনের শেষ দিনে, বিষয়টি নিয়ে অন্তত আধঘণ্টা আলোচনা করা যায়।

তিনি আরও বলেন, “আমি নিজে মুখ্যসচিবকে লিখব এবং অনুরোধ করব যেন সর্বদলীয় প্রস্তাবের ভিত্তিতে আবার সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এখন যেহেতু এসএসসি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা তালিকা প্রকাশ করেছে, তাই প্রস্তাবের মাধ্যমে ওই ১৫ হাজারের মতো যোগ্য শিক্ষককে চাকরিতে বহাল রাখার অনুরোধ করা উচিত।”

শুভেন্দুর দাবি, এই সংকটের সমাধানে রাজনৈতিক দলগুলিকে রং ভুলে এগিয়ে আসা দরকার। “যদি শূন্যপদ থেকে যায়, তবে তা স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হোক,” যোগ করেন তিনি।

এদিন বিরোধী দলনেতা কয়েকজন প্রতিবাদী শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “নয় বছর আগে দেওয়া পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নেওয়া কঠিন। তাই রাজ্য সরকারের সঙ্গে মিলে এই সমস্যার সমাধান খুঁজছি।”

প্রতিবাদী শিক্ষকেরা শুভেন্দুর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, এটা চাকরি রক্ষার শেষ চেষ্টা হতে পারে।

আরও পড়ুন: ‘আধার নাগরিকত্বের একমাত্র নথি নয়’— বিহারের রাজনৈতিক দলগুলির দাবি খারিজ সুপ্রিম কোর্টে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

আরও পড়ুন

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।