Homeখবরদেশভারতে থাকতে পারবেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, পাসপোর্ট ছাড়াই মিলবে অনুমতি: কেন্দ্র

ভারতে থাকতে পারবেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, পাসপোর্ট ছাড়াই মিলবে অনুমতি: কেন্দ্র

অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ কার্যকর হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশে জানানো হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে আসা সংখ্যালঘুরা পাসপোর্ট ছাড়াই দেশে থাকতে পারবেন।

প্রকাশিত

ভারতে আশ্রয় নেওয়া প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কেন্দ্রের তরফে বড় সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুরা— হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ—যাঁরা ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে এসেছেন, তাঁরা পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে পারবেন।

তবে এই নিয়মে নাগরিকত্ব দেওয়া হবে না। মন্ত্রকের স্পষ্ট বার্তা, এটি কেবলমাত্র দেশে থাকার অনুমতি। উল্লেখ্য, গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আসা সংখ্যালঘুরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিলেন। ফলে ২০১৪-র পরে ভারতে আসা বহু মানুষ উদ্বেগে ছিলেন। এবার নতুন অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের এই সিদ্ধান্ত তাঁদের অনেকটাই স্বস্তি দিল।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— “আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে বা তার আশঙ্কায় আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাঁরা ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে প্রবেশ করেছেন এবং যাঁদের বৈধ নথি নেই বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরা এই নিয়মের আওতায় পড়বেন।”

এছাড়া, নেপাল ও ভুটানের নাগরিকদের জন্যও পুরনো নিয়ম বহাল থাকবে। অর্থাৎ, এই দুই দেশের নাগরিকরা স্থলপথ বা আকাশপথে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট বা ভিসার প্রয়োজন পড়বে না। একই নিয়ম প্রযোজ্য ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও, যদি তাঁরা নেপাল বা ভুটান সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। তবে চীন, পাকিস্তান, ম্যাকাও বা হংকং থেকে প্রবেশ করলে এই ছাড় মিলবে না।

এছাড়া, নৌসেনা, বিমানবাহিনী বা স্থলসেনার সদস্যরা দায়িত্ব পালনকালে সরকারি পরিবহনে এলে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও পাসপোর্ট বা ভিসা আবশ্যক হবে না।

এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই বিশেষ করে পাকিস্তান থেকে আসা হিন্দুরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। নাগরিকত্ব নয়, অন্তত দেশে থাকার বৈধতা নিশ্চিত হল বলে মত তাঁদের।

আরও পড়ুন: আমেরিকার ট্যারিফ জুলুম: বিকল্প খুঁজতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলের ওষুধ বাজারে নজর ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।