মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের ধাক্কায় ভারতীয় রপ্তানিকারকেরা চাপে পড়লেও রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসছে না ভারত। শুক্রবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানালেন, সস্তায় পাওয়া রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিই ভারতের অর্থনৈতিক স্বার্থে সবচেয়ে লাভজনক।
তিনি বলেন, “আমাদের যেটা সুবিধাজনক, সেটাই বেছে নিতে হবে। তাই আমরা নিঃসন্দেহে রাশিয়ার তেল কিনব।’’ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত, যেখানে বিদেশি মুদ্রা ব্যয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য। সীতারামনের কথায়, “রাশিয়ার তেল হোক বা অন্য কোনও উৎস—আমাদের প্রয়োজন মেটাতে, খরচ ও লজিস্টিকসের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।”
প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেন। তাঁর অভিযোগ, ভারতের তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থ জোগাচ্ছে।
অর্থমন্ত্রী এদিন আরও জানান, আমেরিকার শুল্কে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের জন্য সরকার বিশেষ সাহায্য প্যাকেজ ঘোষণা করতে চলেছে। পাশাপাশি তিনি বলেন, জিএসটি-সহ বিভিন্ন কাঠামোগত সংস্কার শুল্কের প্রভাব সামাল দিতে সাহায্য করবে। তাঁর বক্তব্য, “জিএসটির মতো সংস্কারই সম্ভাব্য শুল্কের প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে।”
সব মিলিয়ে, আন্তর্জাতিক চাপ ও মার্কিন শুল্কের মাঝেও ভারতের অবস্থান স্পষ্ট—অর্থনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিয়ে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি।
আরও পড়ুন:খাদ্যদ্রব্যে জিএসটি হারে বড় পরিবর্তন, দাম কমছে রুটি-দুধ-চা–কফির, রেস্তরাঁয় খরচেও সাশ্রয়