সপ্তাহের প্রথম দিন সকালেই ফের থমকাল কলকাতা মেট্রো। সোমবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়া মেট্রো মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জের পর আর এগোয়নি। টালিগঞ্জে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর ফলে অফিস টাইমে চরম সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।
মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে, কবি নজরুল স্টেশনে একটি রেক খারাপ হয়ে পড়েছে। সেই কারণে মহানায়ক উত্তম কুমারের পর পরিষেবা সচল রাখা সম্ভব হচ্ছে না। আপাতত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকেও এই ঘোষণা শোনানো হচ্ছে।
তবে যাত্রীদের দাবি, সমস্যার জেরে টালিগঞ্জ পর্যন্তও পরিষেবায় বিঘ্ন ঘটছে। অনেক মেট্রো দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকছে। ময়দানে দাঁড়িয়ে থাকা একটি মেট্রোয় যাত্রীদের জানানো হয়েছে, সিগন্যাল সমস্যার কারণেই পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে নিত্যযাত্রীদের একাংশ বিকল্প পরিবহণের খোঁজে নেমে পড়েছেন।
অফিস টাইমে এই ধরনের বিভ্রাটে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। নিয়মিত যাত্রীরা বলছেন, “প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যায় পড়তে হচ্ছে। সকালে বেরিয়ে সময়মতো কাজে পৌঁছনো এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে।”