শিক্ষক ও শিক্ষাকর্মীর পর এবার ‘স্পেশাল এডুকেটর’ হিসেবে সহশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। একেবারে নতুন প্রার্থীদের মধ্যে থেকে ১৯৪১ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি কর্মরত শিক্ষকদের মধ্য থেকেও প্রায় ৮০০ জনকে সুযোগ দেওয়া হবে।
এসএসসি সূত্রে জানা গিয়েছে, ২ সেপ্টেম্বর থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই পাঁচশোর বেশি আবেদন জমা পড়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে এই ধাপে।
যোগ্যতা
প্রার্থীদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া (আরসিআই) অনুমোদিত স্পেশাল বিএড অথবা সাধারণ বিএডের সঙ্গে আরসিআই অনুমোদিত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। পাশাপাশি অন্তত ছ’মাস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদানের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা বাধ্যতামূলক। যদি না থাকে, তবে ভবিষ্যতে আরসিআই ইন-সার্ভিস ট্রেনিং কোর্স চালু হলে তা সম্পূর্ণ করতে হবে। যাঁদের ইতিমধ্যেই সেই প্রশিক্ষণ আছে, তাঁরা অগ্রাধিকার পাবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ
বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের সাধারণ স্কুলে পাঠদানের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে সমগ্র শিক্ষা মিশনের অধীনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ১০৭৫ জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের সরাসরি নিয়োগ করা হবে। অন্যদের ক্ষেত্রে বাধ্যতামূলক টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য এসএলএসটি (SLST) ২০২৫ পরীক্ষা দিতে হবে। যাঁদের টেট রয়েছে, তাঁদের ফের বসতে হবে না, তবে চাইলে নম্বর বাড়ানোর জন্য আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রাথমিক স্তরে শূন্যপদ
প্রায় ২,৫০০টি শূন্যপদ রয়েছে প্রাথমিক স্তরে। সেই বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি