Homeখবররাজ্য১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে...

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এর ফলে উত্তর ভারতে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তবে, পূর্ব ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সমুদ্রের উপর তৈরি হওয়া নতুন নিম্নচাপ অঞ্চল, সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে কম হলেও, বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে। এর জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী দু’দিনে এই নিম্নচাপ ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। এছাড়া মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজাফ্‌ফরনগর, ডালটনগঞ্জ হয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যদিও নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।

দক্ষিণবঙ্গ

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির (৭–২০ সেন্টিমিটার) জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিঙে বুধবার পর্যন্ত, কালিম্পঙে মঙ্গলবার পর্যন্ত এবং কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে শনিবার, রবিবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্র সতর্কতা

পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫–৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতি কখনও কখনও ঘণ্টায় ৫৫ কিলোমিটারও ছুঁইছে। ফলে আগামী ১২ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।