Homeখবরদেশওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

প্রকাশিত

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.জি. মাসিহ-র বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে। তবে পুরো আইনে স্থগিতাদেশ দেওয়া হয়নি। প্রায় ৬৫টি জনস্বার্থ মামলার শুনানির প্রেক্ষিতেই এই অন্তর্বর্তী রায় আসে।

কী কী স্থগিত রইল

  1. জেলা কালেক্টরের ক্ষমতা (ধারা ৩সি):
    আইন অনুযায়ী জেলা কালেক্টর বা মনোনীত আধিকারিক ওয়াকফ সম্পত্তি আসলে সরকারি জমি কি না তা খতিয়ে দেখার ক্ষমতা পেতেন। তদন্ত শুরু হলেই সংশ্লিষ্ট সম্পত্তি আর ওয়াকফ হিসেবে গণ্য হতো না। আদালত এই বিধান স্থগিত করেছে। এখন তদন্ত চলাকালীন সম্পত্তির ওয়াকফ মর্যাদা বহাল থাকবে। তবে নির্দেশ দেওয়া হয়েছে—বিতর্কিত জমিতে নতুন কোনও তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা যাবে না, যতক্ষণ না ওয়াকফ ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
  2. অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তি:
    সংশোধিত আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও রাজ্য ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য রাখার বিধান ছিল। আদালত নির্দেশ দিয়েছে, ২২ সদস্যের কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ ৪ জন এবং ১১ সদস্যের রাজ্য বোর্ডে সর্বোচ্চ ৩ জন অ-মুসলিম থাকতে পারবেন।
  3. ৫ বছরের ইসলাম চর্চার শর্ত:
    আইনে বলা হয়েছিল, অন্তত ৫ বছর ইসলাম চর্চা করলে তবেই কেউ ওয়াকফ গঠন করতে পারবেন। আদালত এই ধারা স্থগিত করেছে। তবে শর্ত রেখেছে—সরকার নিয়ম প্রণয়ন করে কীভাবে এই পাঁচ বছরের প্রমাণ নির্ধারণ হবে তা স্পষ্ট না করা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

কী স্থগিত হয়নি

  • ‘Waqf by use’ বাতিল: দীর্ঘদিনের এই প্রথা অনুযায়ী কোনও জমি বহু বছর ধরে মুসলিম ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহৃত হলে সেটিকে ওয়াকফ হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। সরকার দাবি করে এই প্রথা সরকারি জমি দখলের জন্য ব্যবহার হচ্ছে। আদালত আপাতত এই ধারা স্থগিত করেনি।
  • Limitation Act প্রযোজ্যতা: ১৯৯৫ সালের আইনে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত মামলায় সময়সীমা প্রযোজ্য ছিল না। নতুন আইনে সেই ছাড় তুলে নেওয়া হয়েছে। আদালত এটিও বহাল রেখেছে, জানিয়ে যে এর ফলে বৈষম্য দূর হলো।

পরবর্তী পদক্ষেপ

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই পর্যবেক্ষণগুলি কেবল অন্তর্বর্তী নির্দেশের জন্য। মামলার চূড়ান্ত শুনানিতে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তারিত যুক্তি গ্রহণ করা হবে।

প্রেক্ষাপট

এপ্রিল ২০২৫-এ সংসদে পাশ হওয়া এই সংশোধনী আইনের বিরুদ্ধে আসাদউদ্দিন ওয়াইসি, মহুয়া মৈত্র, মনোজ ঝা-সহ একাধিক সাংসদ, দল ও সংস্থা মামলা করে। তাঁদের অভিযোগ, আইনটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, যা সংবিধানের ২৬ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।