ণ্ডপসজ্জায় থাকবে তিনমুখী নৌকার ব্যবহার। নৌকার সঙ্গে সম্পৃক্ত জল। রঙহীন, বর্ণহীন জলই রয়েছে আমাদের অস্তিত্বের মূলে। ‘জলই জীবন’। তাই জন্ম থেকে মৃত্যু, জল ছাড়া আমরা অচল। খাবার ছাড়া আমরা থাকতে পারলেও কিছুদিন কিন্তু জল ছাড়া এক মুহূর্তে চলবে না। অথচ আমরা অবহেলা করি জীবনদায়ী জলকেই।
দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই শারদোৎসবে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় অভিনব থিমের মাধ্যমে জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন শিল্পী বিভাস মুখোপাধ্যায়।
বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় এবছর থিম হল, ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল।’ সামগ্রিক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন শিল্পী বিভাস মুখোপাধ্যায়।
থিম সম্পর্কে তিনি বলেন, ‘বিশুদ্ধ জল ছাড়া জীবন অচল অথচ আমরা হেলায় নষ্ট করি জলকেই। দূষিত করি জলকেই।

দূষণ থামাতে না পারলে, একদিন গোটা জীবজগৎ এক বিন্দু শুদ্ধ জলের জন্য হাহাকার করবে। তাই এই শারদোৎসবে আমাদের অঙ্গীকার, যে কোনো মূল্যে জলকে রক্ষা করবই। ধর্মীয় ভাবনা, সামাজিক দায়িত্ববোধ ও বৈজ্ঞানিক সচেতনতার আলোয় মানব বিবেককে জাগিয়ে তুলব। শুদ্ধ জল, শুদ্ধ জীবন—এটাই হবে আমাদের শ্রেষ্ঠ অঞ্জলি।’
দুর্গাপুজোর সব খবর পড়তে এখানে ক্লিক করুন।