Homeদুর্গাপার্বণথিম ভাবনা 'চা-পান উতোর', আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে...

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

প্রকাশিত

৮০তম বছরে আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের বিষয় ভাবনা হল ‘চা-পান উতোর’। চা এক আশ্চর্য পানীয়। হত দরিদ্র থেকে ধনী ব্যক্তি– কারোরই চা ছাড়া চলে না। চাকে ঘিরে কত গান, কত আবেগ, কত কত স্মৃতির ইতিহাস। এসবই এবছর আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে তুলে ধরছেন শিল্পী অনির্বাণ দাস।

থিম প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ জানান, ‘বাংলায় পাহাড়ের রানি দার্জিলিংয়ের একের পর এক চা বাগান গজিয়ে ওঠে। দার্জিলিংয়ের চায়ের স্বাদ স্বর্গীয়। বিশ্ব জুড়ে তার নামডাক। তারও আগে অসম প্রদেশে রবার্ট ব্রুসকে চা চিনিয়েছিলেন মণিরাম দেওয়ান। তিনিই প্রথম ভারতীয় টি-প্ল্যান্টার। বাংলায়-অসমে একের পর এক চা-বাগান গজিয়ে ওঠে। সেই সব চা বাগানে কাজকর্মের সন্ধানে দেশ-গাঁ থেকে পালে পালে উজিয়ে আসে শ্রমিক।

ব্রিটিশ আমলে তাঁদের ওপর চলত অকথ্য অত্যাচার। বিদ্রোহী হলে তাঁদের তাক করে ছুটে আসত ইংরেজদের বুলেট। এই বাংলার উত্তরপ্রান্তে থাকা হিমালয়ের বুক জুড়ে ঢেউ খেলানো চা-বাগান রয়েছে। মা উমাও হিমালয়ের কন্যা। চা-বাগানে কর্মরত মহিলা চা-শ্রমিকের পিঠে চায়ের টুকরি। কোলে সন্তান। আমার চোখে তাঁরা স্বয়ং মা দুর্গাই। কোলে তাঁদের খোকা গণেশ।’

চিনা দার্শনিক লাওজু বলেছিলেন, ‘চা হল পরশমণি’। চায়ের মধ্যেই পঞ্চভূত বিরাজমান। চায়ের মতো অলীক পানীয় কীভাবে আবিষ্কার হল, তা নিয়ে কত উপকথা, কত গল্প, কত কিংবদন্তী। এই চা-কে ঘিরেই কত চায়ের পেয়ালায় তুফান উঠল, ঝগড়া লাগল দেশে-দেশে। পৃথিবীর কত শত পালাবদলের সাক্ষী হল চা।
চা ঘিরে কত গল্প! চায়ের আড্ডায় বিপ্লবের রূপরেখা তৈরি করেন ভ্লাদিমির লেনিন। আবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাঁর বিখ্যাত চা-ঘরেই ফন্দি আঁটেন নানা কুকীর্তির।

দুর্গাপুজো সংক্রান্ত আরও প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

আরও পড়ুন

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

ঢাকুরিয়া সর্বজনীনে ‘কাবুলিওয়ালা’, পুজো মণ্ডপে সম্পর্কের আবেগঘন গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ থিমে ঢাকুরিয়া সর্বজনীনের দুর্গাপুজো। রহমত ও মিনির সম্পর্কের আবেগঘন কাহিনি ফুটে উঠবে মণ্ডপে।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।