Homeখবররাজ্যদুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

দুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

প্রকাশিত

কলকাতায় টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন দিন আগেই শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজের পুজোর ছুটি। মঙ্গলবার দুপুরে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকেই সরকারি ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে এবার কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে পুজোর ছুটি শুরু হয়ে গেল।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মঙ্গলবার দুপুরে ‘নিউজ়১৮ বাংলা’-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকেই পড়বে। স্কুলের বাচ্চাদের আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।”

সঙ্গে তিনি সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রীর ঘোষণা

এর পরই সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,“২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে। তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।”

তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছে অনুরোধ করেন, এই সময়ে বাড়ি থেকেই নিত্যপ্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে।

বিজ্ঞপ্তির বিশেষ দিক

শিক্ষাসচিবের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এর বাইরে রাখা হয়েছে।

মঙ্গলবারই অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবারই শহরের বহু স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

আরও পড়ুন

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।