কম দামে বড়ো ডিসপ্লে, ভালো চিপসেট এবং 5G কানেক্টিভিটি পাওয়া যাবে, এমন ট্যাব কিনবেন বলে ভাবছেন? স্যামসাং ভারতে তাদের A-সিরিজের নতুন ট্যাবলেট Samsung Galaxy Tab A11 আনল। ভারতে Samsung Galaxy Tab A11 ট্যাব Wi-Fi সহ 4GB+64GB মডেল ১২৯৯৯ টাকা এবং 8GB+128GB মডেল ১৭৯৯৯ টাকা দামে মিলবে। একইভাবে 5G মডেল 4GB+64GB এর দাম ১৫৯৯৯ টাকা এবং 8GB+128GB এর দাম ২০৯৯৯ টাকা।
Samsung Galaxy Tab A11 ট্যাবলেটে 8.7-ইঞ্চির WXGA+ (800×1340 পিক্সেল) TFT LCD ডিসপ্লে ও প্রসেসিঙের জন্য MediaTek Helio G99 অক্টাকোর প্রসেসর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য রয়েছে Arm Mali-G57 MC2 GPU। এই ট্যাবটি 4GB RAM + 64GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB মেমরি ভ্যারিয়েন্টে মিলবে। মেমরি কার্ডের মাধ্যমে ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
Samsung Galaxy Tab A11 ট্যাবটি Android 15 বেসড OneUI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। উন্নত মানের ছবি তোলার জন্য এতে 8MP অটো ফোকাস ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ট্যাবে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। এই ট্যাবের 5G মডেলে nano SIM সাপোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W অ্যাডপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 802.11 ac, Bluetooth 5.3, GPS, Glonass, Beidou, Galileo এবং USB Type-C 2.0 রয়েছে।