Homeখবররাজ্যদুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

প্রকাশিত

দুর্গাপুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা শুক্রবারের মধ্যেই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারকার নিম্নচাপ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, এটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তবে স্বস্তির বিষয়—পশ্চিমবঙ্গের উপকূলে নয়, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। ফলে সবচেয়ে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই রাজ্যে।

বাংলার ক্ষেত্রে সোমবার রাতের মতো ভয়াবহ পরিস্থিতি ফেরার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ‘‘আগের নিম্নচাপ উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল, তাই বৃষ্টি বেশি হয়েছিল। এবারকার নিম্নচাপ নীচ দিয়ে যাবে, ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে। ফলে আমাদের রাজ্যে তুলনামূলক কম প্রভাব পড়বে।’’

তবে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি নয়। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহবিদদের পূর্বাভাস বলছে, শুক্রবারে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হবে। শনিবার সকালে তা স্থলভাগে প্রবেশ করবে ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে। এর জেরে ওই অঞ্চলে প্রবল বৃষ্টি এবং ঝড়-বাতাসের আশঙ্কা রয়েছে। বাংলাতেও উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ দেখা দিতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর রাত থেকে ২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। ওই সময়ে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি। তবে সোমবার রাতের মতো জলমগ্ন পরিস্থিতি ফেরার আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

পাকিস্তান: ১৩৫-৮ (মহম্মদ হ্যারিস ৩১, তাসকিন আহমেদ ৩-২৮, রিশাদ হোসেন ২-১৮, মেহেদি হাসান ২-২৮) বাংলাদেশ:...

সাশ্রয়ী মূল্যর বড়ো ডিসপ্লেওয়ালা Samsung Galaxy Tab A11 আনল Samsung

স্যামসাং ভারতে লঞ্চ করল Galaxy Tab A11। বড়ো ডিসপ্লে, Helio G99 চিপসেট, 5G কানেক্টিভিটি ও 5100mAh ব্যাটারি সহ আসছে এই ট্যাব। দাম শুরু মাত্র ১২,৯৯৯ টাকা।

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

ভারত: ১৬৮-৬ (অভিষেক শর্মা ৭৫, হার্দিক পাণ্ড্য ৩৮, শুভমন গিল ২৯, রিশাদ হোসেন ২-২৭) বাংলাদেশ:...

আরও পড়ুন

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

দুর্যোগের জেরে তিন দিন আগেই শুরু হল রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।