Homeখবরদেশলাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

প্রকাশিত

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও গবেষক সোনম ওয়াংচুক। লাদাখ পুলিশ শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে তাঁর লেহ-র বাড়ি থেকে গ্রেফতার করে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) অনুযায়ী মামলা রুজু হয়েছে।

লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের দাবি, সম্প্রতি লেহ-তে বিক্ষোভ চলাকালীন সহিংসতা, অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনায় উস্কানিমূলক ভূমিকা ছিল ওয়াংচুকের।

অশান্তির প্রেক্ষাপট

বুধবার লাদাখের রাজধানী লেহ শহরে হাজার হাজার তরুণ-তরুণী বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি ছিল—

  • সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী বিশেষ মর্যাদা
  • পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি

অভিযোগ, বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিজেপির পার্টি অফিস এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, “অশান্তির অন্যতম কারণ ছিল সোনম ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্য।” এর পরেই গ্রেফতারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

অভিযোগ ও তদন্ত

সম্প্রতি অমিত শাহের মন্ত্রক বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের অভিযোগে ওয়াংচুকের সংস্থা SECMOL (Students’ Educational and Cultural Movement of Ladakh)-এর লাইসেন্স বাতিল করেছে।

এ ছাড়াও,

  • HIAL (Himalayan Institute of Alternatives, Ladakh)
  • SECMOL
    এই দুই সংস্থার বিরুদ্ধেও বিদেশি অনুদান অনিয়ম সংক্রান্ত তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। প্রায় ১০ দিন আগে তদন্তকারী দল সরকারি নির্দেশনামা নিয়ে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছিল।

আন্দোলন ও অনশন

লাদাখে বিশেষ মর্যাদা এবং রাজ্যের দাবিতে সোনম ওয়াংচুক ও Leh Apex Body-র সদস্যরা ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশন শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের স্বশাসন ও পরিবেশবান্ধব উন্নয়নের দাবিতে তাঁর আন্দোলন দীর্ঘদিন ধরেই জনপ্রিয়।

তবে সাম্প্রতিক হিংসার পর আন্দোলন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।

ওয়াংচুকের প্রতিক্রিয়া

গ্রেফতারের আগের দিন পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক জানান, “আমি সব সময় আইন মেনে চলেছি। আমার আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস। আমাদের দাবি ছিল সংবিধানের আওতায়।” তবে প্রশাসন দাবি করছে, তাঁর বক্তব্যেই বিক্ষোভে আগুন লাগে।

ঘটনার জেরে লাদাখে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লেহ-সহ আশেপাশের জেলায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

আরও পড়ুন

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।