এশিয়া কাপ ফাইনাল জিতে ফের একবার শিরোপা দখল করল ভারত। কিন্তু খেলার বাইরে তৈরি হল নতুন বিতর্ক। ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে। নিয়মমতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়ার কথা থাকলেও, ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে ওঠেননি। এরপর ট্রফি ও পদক নিয়ে নিজের হোটেলে ফিরে যান নকভি।
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নভেম্বরের শুরুতে দুবাইতে আইসিসির বৈঠকে নকভির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাবে ভারত। তিনি বলেন, “যে ব্যক্তি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন, তাঁর হাত থেকে ভারত ট্রফি নিতে পারে না। সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রফি নেব না। কিন্তু তার মানে এই নয় যে ট্রফি ও পদক তিনি নিজের হোটেলে নিয়ে যাবেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং শিশুসুলভ আচরণ।”
সাইকিয়া আরও জানান, ভারত সরকারের নীতিই অনুসরণ করেছে বিসিসিআই। দ্বিপাক্ষিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে না খেললেও, বহুদলীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক। এশিয়া কাপে তাই খেলতে হয়েছে ভারতকে। তিনি যোগ করেন, “এই টুর্নামেন্টে ভারত একটিও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধেও তিনবার খেলেছে, আর তিনবারই জিতেছে। এই জয় গোটা দেশের জন্য গর্বের।”
Interior Minister of Pakistan Mohsin Naqvi was on stage to present Asia Cup Trophy to Team India.
— Incognito (@Incognito_qfs) September 28, 2025
And Indian Team players were busy on their phones. Ignored him so hard. This is brutal. 😂😂😂 pic.twitter.com/8jDT1Vq11k
আরও পড়ুন: এশিয়া কাপ: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, জয়ের তিলক এল তিলকের ব্যাট থেকে