Homeখবরদেশএকদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

একদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

প্রকাশিত

শ্যাম-কূল দুই রাখলেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে তিনি প্রশংসা করলেন  শতবর্ষে পদার্পণ করা  আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ)-এরও, যা বিজেপির মূল সংগঠন হিসেবে পরিচিত।

মোদী এক্স (X)-এ লিখেছেন, “গান্ধীজয়ন্তী প্রিয় বাপুর অসাধারণ জীবনের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। তাঁর আদর্শ মানব ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন কীভাবে সাহস আর সরলতা পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। সেবা ও সহমর্মিতার শক্তিকে তিনি মানুষের ক্ষমতায়নের মূল মাধ্যম হিসেবে দেখেছিলেন। আমরা বিকশিত ভারতের পথে তাঁর আদর্শ মেনে চলতে থাকব।”

আরএসএসের শতবর্ষে মোদীর প্রশংসা

এর আগের দিনই মোদী আরএসএসের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “স্বাধীনতার পরও সংঘকে দমন করার চেষ্টা হয়েছিল। গুরুজি (এম এস গোলওয়ালকর)-কে গান্ধীজীর হত্যাকাণ্ডে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল এবং তাঁকে জেলে পাঠানো হয়েছিল।”

ইতিহাসে সংঘ ও গান্ধীর সম্পর্ক

মহাত্মা গান্ধী ও আরএসএসের সম্পর্ক সবসময় বিতর্কিত ছিল। সমালোচকেরা বহুবার অভিযোগ করেছেন, স্বাধীনতা আন্দোলনে আরএসএস সক্রিয়ভাবে অংশ নেয়নি।

১৯৪৮ সালে গান্ধীজীর হত্যার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস নিষিদ্ধ করার সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশে ঘৃণা ও সহিংসতার শক্তিকে উৎখাত করা জরুরি। স্বাধীনতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে যারা, তাদের কার্যকলাপ ভারত সরকারের কাছে অগ্রহণযোগ্য।”

বিতর্ক ও সমালোচনা

গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন দক্ষিণপন্থী মতাদর্শে বিশ্বাসী। মধ্যপ্রদেশের গ্বালিয়রে আজও তাঁর নামে একটি মন্দির রয়েছে। এ নিয়ে বারবার সমালোচনা হয়েছে বিজেপিকে ঘিরে।

এমনকি বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর একাধিকবার লোকসভায় গডসেকে “দেশভক্ত” বলেছিলেন, যার জন্য দল তাঁকে তিরস্কার করেছিল।

মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এবং একইসঙ্গে আরএসএসের শতবর্ষে সংঘের প্রশংসা করায় রাজনৈতিক মহলে নতুন করে রাজনৈতিক মহলে নতুন আলোচনার ইন্ধন যুগিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: সিরাজ-বুমরাহের কেরামতি, চা-এর আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস  

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভ্‌স ৩২, মহম্মদ সিরাজ ৪-৪০, জসপ্রীত বুমরাহ ৩-৪২, কুলদীপ যাদব...

এড়িয়ে যাবেন না! পায়ের ফোলাভাবই হতে পারে ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ

লিভারের অসুখ নীরবে বাড়ছে বিশ্বজুড়ে। বিশেষজ্ঞের মতে, পায়ের ফোলাভাব (পেডাল ইডিমা) হতে পারে ফ্যাটি লিভারের প্রাথমিক সতর্ক সংকেত।

আরও পড়ুন

চাকরি বাঁচাতে ৩ দিনের নবজাতককে পাথরের নিচে চাপা দিল বাবা-মা, জীবন্ত উদ্ধার মধ্যপ্রদেশের অরণ্যে

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় তিন দিনের নবজাতককে পাথরের নিচে চাপা দিয়ে মরতে ফেলে দিল বাবা-মা। ভোরে গ্রামের মানুষ কাঁদতে শুনে উদ্ধার করেন শিশুকে।

বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৩৯ মৃত্যু, আগেই সতর্ক করেছিল আদালত

তামিলনাড়ুর কারুরে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৩৯ জনের। ভিড় নিয়ন্ত্রণ, প্রশাসনিক অনুমতি ও নেতার দায়—ঘটনার পর উঠে আসছে একাধিক প্রশ্ন।

পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেফতার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিলে গ্রেফতার হন সোনম ওয়াংচুক। পুলিশের অভিযোগ, পাকিস্তান যোগ ও উস্কানির কারণে পরিস্থিতি অশান্ত হয়েছে।