বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বৃহস্পতিবার বিকেলেই গোপালপুরের কাছে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। স্থলভাগে ওঠার পর শক্তি কিছুটা কমলেও আগামী কয়েক দিন রাজ্যে এর প্রভাব চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্তত তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। বীরভূমে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবারও কিছু জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে।
সমুদ্রে সতর্কতা
নিম্নচাপ প্রবল থাকার সময় ওড়িশা উপকূলে ঘণ্টায় ৬৫–৭৫ কিমি বেগে ঝড় বয়ে যায়। বর্তমানে সমুদ্র এখনও উত্তাল, ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে হাওয়া বইছে। ফলে মৎস্যজীবীদের অন্তত আরও ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি
উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা আরও জোরদার হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।
নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব