আগামী সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। উৎসবের দিনে অফিসযাত্রীদের ভিড় সামলাতে বিশেষ প্রস্তুতি নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে ওইদিন ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) চলবে তুলনামূলক কম ট্রেন।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাধারণত সোমবারে আপ ও ডাউন মিলিয়ে ২৭২টি মেট্রো চলাচল করে ব্লু লাইনে। কিন্তু কোজাগরী লক্ষ্মীপুজোয় সেই সংখ্যা কমে দাঁড়াবে ২৩৬টি। অর্থাৎ প্রতি দিকেই চলবে ১১৮টি মেট্রো।
যাত্রীদের আশঙ্কা, ট্রেন কম থাকায় সোমবার মেট্রোয় ভিড় বাড়তে পারে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে।
অন্যদিকে, গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট–ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইন (শহিদ ক্ষুদিরাম–বেলেঘাটা)– এই চারটি রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে।
একনজরে ব্লু লাইনের প্রথম মেট্রো সময়সূচি
সকাল ৬:৫০ মিনিট: নোয়াপাড়া → শহিদ ক্ষুদিরাম
- সকাল ৬:৫৪ মিনিট: শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর
- সকাল ৬:৫৫ মিনিট: দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম
- সকাল ৬:৫৫ মিনিট: মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) → দক্ষিণেশ্বর
- একনজরে ব্লু লাইনের শেষ মেট্রো সময়সূচি:
- রাত ৯:২৮ মিনিট: দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম
- রাত ৯:৩৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর
- রাত ৯:৪৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম → দমদম
মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোতেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে অতিরিক্ত কর্মী ও হেল্পডেস্ক থাকবে বলেও জানানো হয়েছে।