কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল কোভিড অতিমারির কারণে। তাই ২০২৫-এ তার নবম বর্ষ। সেই কলকাতা দুর্গাপূজা কার্নিভালের ছবি রাজীব বসুর ক্যামেরায়।

যথারীতি এবারও দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হল রেড রোডে, রবিবার, ত্রয়োদশীর দিন।

কার্নিভাল শুরু হয় বিকেল ৪টে নাগাদ। চলে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে।

রাত সাড়ে ৮টা নাগাদ শেষ হল পুজো কার্নিভাল।

মঞ্চে অভিনেতা-অভিনেত্রী এবং দলের মহিলা সাংসদ-বিধায়কদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু নাচই নয়, ঢাকও বাজান তাঁরা।

কার্নিভালে ছিলেন সুচিত্রা সেনের দুই নাতনি রাইমা ও রিয়া এবং তৃণা সাহা, যিশু সেনগুপ্ত।

এবার কলকাতার ১১৩টি সর্বজনীন দুর্গাপূজা এই কার্নিভালে যোগ দেয়।

ছবি: রাজীব বসু