কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় ৪ নয়া প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ পাওয়া পশ্চিমঘাট পর্বতমালার সাফল্যর মুকুটে নিঃসন্দেহে এই আবিষ্কার নয়া পালক যোগ করল। জীববৈচিত্র্যে ভরপুর পশ্চিমঘাট পর্বতমালা। বহু বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলে এখানে।
ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় ফিল্ড স্টাডি বা সমীক্ষা চালানোর সময় নয়া ৪ প্রজাতির উদ্ভিদের সন্ধান পান। বহু বছর ধরে তাঁরা ওই জায়গায় গবেষণা চালান।
ধারওয়াড়ের কর্নাটক সায়েন্স কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক কে কোত্রেশার নেতৃত্বে গবেষকরা গবেষণা চালান ২০২৪-২৫ সালে। Richardiana, Asian Journal of Research in Botany ও Phytotaxa নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।
অধ্যাপক কে কোত্রেশা জানান, গোটা বিশ্বে ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ রয়েছে। আড়াই লাখ প্রজাতির উদ্ভিদের কথা আমরা জানি। বাকি সাড়ে ২৭ লাখ প্রজাতির উদ্ভিদের কথা আমাদের অজানা। নব আবিষ্কৃত ৪ প্রজাতির উদ্ভিদের মধ্যে ৩টি উত্তর কানাড়া আর ১টি শিবমোগ্গা জেলায় মিলেছে।