Homeখবররাজ্যআগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

প্রকাশিত

পুজোর আগে দক্ষিণবঙ্গে, পুজোর পরে উত্তরবঙ্গে — দুই প্রান্তেই দুর্যোগের ছায়া ফেলেছিল বর্ষা। তবে এখন সেই দুর্যোগ অনেকটাই কমেছে। তবুও দক্ষিণবঙ্গের কিছু অংশে এখনও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য থেকে স্বাভাবিক ভাবে বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল ১০ অক্টোবরের মধ্যে, কিন্তু এ বছর তা এখনও হয়নি। তবে আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে।

শনিবার প্রকাশিত দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই রক্সৌল, বারাণসী, জবলপুর, আকোলা ও আলিবাগ পর্যন্ত বিদায় নিয়েছে। পরবর্তী ধাপে বর্ষা বিদায় নেবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমের কিছু অংশ থেকে।

এদিকে দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টি আরও হ্রাস পাবে, সঙ্গে কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তার পর টানা পাঁচদিন রোদ থাকবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানসহ পশ্চিমাঞ্চলের জেলা থেকে আগামী সপ্তাহেই বর্ষা বিদায় নিতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে এখন আর কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, কখনও আংশিক মেঘলা থাকতে পারে। পার্বত্য এলাকাগুলিতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে, তবে সেটিও ক্রমশ কমে যাবে।

বাতাসে আর্দ্রতার পরিমাণও কমতে শুরু করবে, ফলে রাজ্যজুড়ে ধীরে ধীরে ফিরবে শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া।আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া সম্পূর্ণ হবে, যা আনুষ্ঠানিকভাবে শীতের আগমনের ইঙ্গিত দেবে। শুরু হবে হেমন্ত পর্ব।

আরও পড়ুন: পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

এ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

রাজ্যে টোটো চালাতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ১৩ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ ডিসেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনও টোটো চলবে না।