বঙ্গের আকাশে আপাতত কোনও বৃষ্টি নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাবে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও রাত নামলেই বইবে শীতল হাওয়া, ফলে তৈরি হবে এক মনোরম পরিবেশ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, দুপুরে কিছুটা গরম লাগলেও বিকেলের পর থেকে তাপমাত্রা নামবে ধীরে ধীরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকায় সকালবেলায় হালকা কুয়াশা দেখা যাবে। দিনভর আকাশ পরিষ্কার থাকলেও পাহাড়ি এলাকায় বিকেলের দিকে কিছুটা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই — কেবল কোথাও কোথাও হালকা দু-তিন ফোঁটা বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দফতর।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে আপাতত বড় কোনও আবহাওাগত সতর্কতা নেই। ফলে পর্যটকদের জন্য এখন পাহাড় সফরের উপযুক্ত সময়, বলেই মনে করছে প্রশাসন।আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি না থাকলেও উত্তুরে হাওয়া আরও সক্রিয় হলে রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে, যা আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ‘হেমন্তের পরশ’ আরও স্পষ্ট করে তুলবে।
আরও পড়ুন: ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন