গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছিল এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’। এবার স্বাস্থ্য ভবনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল এই ভবনের কেবিন ভাড়া ও বহির্বিভাগের (আউটডোর) খরচের তালিকা।
নতুন ১০ তলা এই ভবনটি সম্পূর্ণ প্রাইভেট কেবিন বিল্ডিং, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। মোট ১৩১টি কেবিন সম্বলিত ‘অনন্য’ ভবনটি এখন থেকে রোগীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভবনটির কার্যক্রম কোনও সরকারি ভর্তুকি ছাড়াই স্বনির্ভরভাবে পরিচালিত হবে। এখান থেকে রাজস্ব আদায়ের মাধ্যমেই ভবনের রক্ষণাবেক্ষণ, কর্মী ও পরিকাঠামোগত ব্যয় মেটানো হবে।
কেবিন ভাড়ার তালিকা
- সিঙ্গল অকুপেন্সি কেবিন: প্রতিদিন ₹৫,০০০
- সিঙ্গল অকুপেন্সি ডিলাক্স স্যুট: প্রতিদিন ₹৮,০০০
- এইচডিইউ কেবিন (ভেন্টিলেশন, বাইপ্যাপ ছাড়া): প্রতিদিন ₹১২,০০০
- আইসিইউ কেবিন: প্রতিদিন ₹১৫,০০০
প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ আরও বেশি ভাড়া ধার্য করেছিল বলে জানা গিয়েছে। পরে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সেই ভাড়া প্রতি ক্ষেত্রে প্রায় ২,০০০ টাকা কমিয়ে দেন।
বহির্বিভাগ পরিষেবা
‘অনন্য’ ভবনে বিশেষভাবে চালু হচ্ছে নতুন বহির্বিভাগ।
- প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হবে আউটডোর পরিষেবা।
- রোগীরা ₹৩৫০ টাকায় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
- এই ₹৩৫০ টাকার মধ্যে ₹৫০ প্রশাসনিক খাতে, বাকি ₹৩০০ চিকিৎসকের পারিশ্রমিক হিসেবে ধরা হবে।
- এই মূল্য শুধুমাত্র নতুন উডবার্ন ভবনের বহির্বিভাগের জন্য প্রযোজ্য।
এসএসকেএম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরাই এই ভবনের আউটডোরে পরিষেবা দেবেন।
উডবার্ন ব্লক দীর্ঘদিন ধরেই রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের চিকিৎসার প্রধান ওয়ার্ড হিসেবে পরিচিত। নতুন ‘অনন্য’ ভবনকে এখন ‘উডবার্ন ২’ নামেই ডাকা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “এই ওয়ার্ডের পরিকাঠামো এমন মানের, যা অনেক নামী বেসরকারি হাসপাতালকেও টেক্কা দিতে পারে।”