আসন্ন কালীপুজো ও দীপাবলির উৎসবে রাজ্যজুড়ে আনন্দের আবহ। আবহাওয়ার দিক থেকেও মিলছে সুসংবাদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) কালীপুজো এবং মঙ্গলবার (২১ অক্টোবর) দীপাবলির দিন আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি ভাইফোঁটার দিনও আবহাওয়া থাকবে শুষ্ক।
আবহাওয়াবিদদের মতে, আপাতত দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও কিছুটা মুক্তি মিলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রবণতা বজায় থাকবে, তবে সেখানে সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে।
তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, সামান্য উষ্ণতা কলকাতায়
কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯২ শতাংশ।
যদিও সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, তবুও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সামান্য উষ্ণতা অনুভূত হতে পারে।
সপ্তাহান্তে নতুন নিম্নচাপের ইঙ্গিত
উৎসবের দিনগুলোতে বৃষ্টি না থাকলেও, সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, এবং পরবর্তী দু-তিন দিনের মধ্যে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়া দফতরের অনুমান, এই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।
ফলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কেরল ও মাহেতে সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পণ্ডিচেরী ও করাই অঞ্চলেও।