Homeশরীরস্বাস্থ্যশহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

প্রকাশিত

মৌ বসু

চলছে দীপাবলি উৎসব। সামনেই ভাইফোঁটা। বাঙালির পেটপুজো ছাড়া যে কোনো উৎসবই পানসে। খাদ্যরসিক বাঙালির শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, শুধু বাঙালি নয় মিষ্টি প্রেমে মন মজেছে শহুরে ভারতীয়দের মন।

সাম্প্রতিক ওই সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের বিভিন্ন শহরে বসবাসকারী ৫১% বাড়িতে প্রতি মাসে ৩-৪ বার বা তার বেশি ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি খাওয়া হচ্ছে। গত বছরও সমীক্ষা চালানো হয়েছিল। সে সময় ৪১% শহুরে ভারতীয় পরিবারে মিষ্টি খাওয়ার প্রচলন ছিল। সমীক্ষাতে স্পষ্ট মিষ্টি এখন ক্রমশ শহুরে নাগরিক জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

সমীক্ষাতে আরও জানা গেছে, ভারতের বিভিন্ন শহরে বসবাসকারী ৫৬% শহুরে পরিবার মিষ্টির পাশাপাশি বিভিন্ন রকমের বেকারি পণ্য যেমন, কেক, বিস্কুট, আইসক্রিম, চকোলেট, ক্যান্ডি মাসে ৩-৪ বার খেতে অভ্যস্ত। ১৮% পরিবারে রোজ মিষ্টি খেতে অভ্যস্ত।

তবে মিষ্টিপ্রেমী হয়ে উঠলেও সিংহভাগ ভারতীয় এক্ষেত্রে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। তারা কম চিনি দেওয়া মিষ্টি পছন্দ করে। ৫৫% শহুরে ভারতীয় স্পষ্ট জানিয়েছে তারা পছন্দের মিষ্টি পদের সঙ্গে আপস না করলেও আগের চেয়ে ২৫-৭৫% কম চিনি দেওয়া মিষ্টি খেতে পছন্দ করে। ভারতের শহরাঞ্চলের মানুষ এখন আর মিষ্টি খাওয়া অবরেসবরে নয় নিয়মিত খেতে পছন্দ করে। ভারতের ৩১১টি জেলার ৩৬ হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়।

অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ইন্ডিয়া ডায়াবেটিসের করা যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ভারতীয়দের মধ্যে প্রোটিনযুক্ত খাবার কম খাওয়ার ও বেশি পরিমাণে কার্বোহাইড্রেটযুক্ত, চিনিযুক্ত ও স্যাচুরেটেড ফ্যাট আছে এমন খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে। ফলে ডায়াবেটিস, স্থুলতা, হার্টের অসুখের মতো কার্ডিওমেটাবলিক ডিজিজের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি, আজকাল স্বাস্থ্য সচেতন জীবনযাপন করতে অনেকেই কৃত্রিম শর্করা দেওয়া খাবার খান। চিনি এড়াতে কৃত্রিম শর্করা খেয়ে মানসিক শান্তি হয়ত পান কিন্তু অন্য বড়ো বিপদ লুকিয়ে আছে কৃত্রিম শর্করা ব্যবহারে। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, অতিরিক্ত পরিমাণে লো অথবা নো ক্যালরি আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম শর্করা দেওয়া খাবার খেলে মস্তিষ্ক বুড়ো হতে শুরু করে বয়সের আগেই। Neurology journal এ প্রকাশিত হয়েছে ‘ Association Between Consumption of Low- and No- Calorie Artificial Sweetners and Cognitive Decline’ নামক গবেষণা রিপোর্ট।

📰 আমাদের সাংবাদিকতায় সহায়তা করুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।