Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সেমিফাইনালে চতুর্থ স্থানটি দখলের জন্য লড়াই জারি রয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে।   

সোমবার শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে প্রথম দল হিসাবে মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নেয় বাংলাদেশ। আর মঙ্গলবার বাংলাদেশের পথ ধরে পাকিস্তান। দ্বিতীয় দেশ হিসাবে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেলেন ফতিমা সানারা। কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তান হারল ১৫০ রানে।

৬টি ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা। ৫টি ম্যাচ থেকে ৯টি করে পয়েন্ট সংগ্রহ করে নেট রানরেটের ভিত্তিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিনটি দেশ ইতিমধ্যেই চলে গিয়েছে শেষ চারে। কার জায়গা হবে চার নম্বর স্থানে – ভারত, নিউজিল্যান্ড না শ্রীলঙ্কা?      

৩টি দেশই ৪টি পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু শ্রীলঙ্কা ১টি ম্যাচ বেশি খেলেছে। অর্থাৎ তাদের সংগ্রহ ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট। ভারত ও নিউজিল্যান্ড, দুটি দেশই ৫টি করে ম্যাচ খেলেছে। কিন্তু দুটি দেশের পয়েন্ট এক হলেও নেট রানরেটে ভারত অনেকটা এগিয়ে।

শ্রীলঙ্কার খেলা বাকি পাকিস্তানের সঙ্গে। ভারতের খেলা বাকি নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে। আর নিউজিল্যান্ডের ম্যাচ বাকি ভারত ও ইংল্যান্ডের সঙ্গে।

ইতিমধ্যেই শেষ চারে চলে যাওয়া তিন দেশের অধিনায়ক – (বাঁ দিক থেকে) সাউথ আফ্রিকার লরা উলভার্ডট, অস্ট্রেলিয়ার অ্যালিসা হেলি এবং ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। ছবি ‘X’ থেকে নেওয়া।   

ভারত কী ভাবে যেতে পারে শেষ চারে?

(১) শেষ দুটি ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই সরাসরি ভারত সেমিফাইনালে চলে যাবে। কারও জেতা-হারার উপর নির্ভর করতে হবে না।

(২) যদি ভারত পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় এবং শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তা হলেও শেষ চারে যেতে পারে। বাংলাদেশের জয় নিয়ে কোনো মাথাব্যথা নেই, কারণ তারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছেও হারে তা হলে তারা লড়াইয়ে থাকবে না। কিন্তু যদি জেতে তা হলে ভারতের সঙ্গে পয়েন্ট সমান হবে। আর শ্রীলঙ্কা যদি পাকিস্তানের কাছে হেরে যায়, তা হলে তারা বিদায় নেবে। তখন নেট রানরেটের হিসাবে ঠিক হবে কে শেষ চারে যাবে – ভারত না নিউজিল্যান্ড? কিন্তু শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারায় তা হলে তাদের পয়েন্টও ভারত ও নিউজিল্যান্ডের সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে তিনটি দেশের মধ্যে কে যাবে শেষ চারে। আর ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় আর নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছেও হারে এবং শ্রীলঙ্কা যদি পাকিস্তানের কাছে হারে তা হলে ভারত সরাসরি চলে যাবে শেষ চারে।

(৩) ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হারে ও বাংলাদেশকে হারায় এবং নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকেও হারায় তা হলে ভারত বিদায় নেবে এবং নিউজিল্যান্ড চলে যাবে শেষ চারে।

(৪) আর ভারত যদি তাদের দুটি ম্যাচই হেরে যায়, তা হলে তারা বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণে বিপত্তি, ধসে পড়ল হেলিপ্যাডের অংশ

নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা...

শনিবার থেকেই বৃষ্টি ফেরার ইঙ্গিত! আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বৃষ্টির বিরতি সাময়িক! শনিবার থেকেই ফের বৃষ্টি, আর আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানুন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।